ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কসমেটিক্স কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০০:২০, ১৮ ডিসেম্বর ২০১৭

কসমেটিক্স কারখানায়  অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে কসমেটিক্স তৈরীর কারখানায় ক্যামিকেলের সিলিন্ডার বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ আরো দুই নারী শ্রমিক ঘটনার ৬দিন পর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এরা হলো কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কুয়ারচালা এলাকার আব্দুর রহিমের স্ত্রী নাজনীন বেগম(২৬) এবং একই উপজেলার ঠাকুরপাড়া এলাকার ফরমান আলীর মেয়ে ইসমত আরা (৩০)। নিহত নাজনীনের স্বামী আব্দুর রহিম (৩০) একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার হাসপাতালে মারা যায়। এর আগে দগ্ধ অপর শ্রমিক শেফালী আক্তার (৩০) গত বুধবার মারা যায়। এ নিয়ে গত মঙ্গলবার কালিয়াকৈরের জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ওই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ পাঁচ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ নাজনীন বেগম সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ও সকাল ৭টার দিকে ইসমত আরা মারা গেছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ তানবীর আহমেদ জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় এফএস কসমেটিক্স লিমিটেড কারখানায় পারফিউম, বডি স্প্রে, এয়ার ফ্রেশনার, এ্যারোসল, মেহেদী, সেভিং ফোম, সেভিং ক্রীম, ফেস ওয়াশ, হেয়ার কালার ও ক্রীমসহ বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী তৈরি করা হয়। গত মঙ্গলবার বিকেলে কারখানায় উৎপাদন কাজ চলাকালে উত্তপ্ত হওয়ার কারনে সিএফসি (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাসের একটি সিলিন্ডার হঠাৎ বিষ্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন কারখানায় থাকা অন্যান্য ক্যামিকেলে ছড়িয়ে পড়ে। মুহুর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে আরো কয়েকটি সিলিন্ডারের বিষ্ফোরণ ঘটে ভয়াবহ আকার ধারণ করে। এতে কারখানার ম্যানেজার জাকির হোসেন (৩৮), শ্রমিক শেফালী আক্তার (৩০), আব্দুর রহিম (৩০) ও তার স্ত্রী নাজনীন (২৬), ইসমত আরা (৩০), শিল্পী রাণী (২৮), লিটন মিয়া (৩৫) ও সুমন মিয়াসহ (৩০) অন্ততঃ ১১ জন দগ্ধ হয়। এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে এবং আগুন নেভায়। দগ্ধদের মধ্যে আশংকাজনক অবস্থায় তিন নারী ও দুই পুরুষ শ্রমিকসহ ৫জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার শেফালী এবং রবিবার ভোরে আব্দুর রহিম মারা যায়। দগ্ধ ও আহত অন্যদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, সিএফসি সম্পূর্ণরুপে হ্যালোজেনেটেড প্যারাফিন হাইড্রোকার্বন। যা কেবল কার্বন, ক্লোরিন এবং ফ্লোরাইন ধারণ করে এবং মিথেন, ইথেন এবং প্রোপেনের অস্থির ডেরিভেটিভ হিসেবে উৎপাদিত হয়। কারখানার ওই ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
×