ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রায়পুরে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত: ০০:১৯, ১৮ ডিসেম্বর ২০১৭

রায়পুরে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার ১৮ ডিসেম্বর ২নং উত্তর চরবংশী ও ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে শহীদ ইসলাম পাপুল ও সেলিনা ইসলাম ট্রাষ্টের উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে ৪ হাজার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়া এবং ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের কর্মীদের শীত বস্ত্র (চাদর ও নগদ অর্থ) ৯০ হাজার টাকা প্রদান শেষে স্থানীয় ইউনিয়ন জামে মসজিদ সংস্করের জন্য ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেন। এসময় ট্রাস্টের উদ্যোক্তা কুয়েত আওয়ামীলীগের আবায়ক শহীদ ইসলাম পাপুলের সহধর্মীনী কাজী সেলিনা ইসলাম, তাদের মেয়ে মারওয়া ইসলাম, রায়পুর উপজেলার চেয়াম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিনা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র হাজ্বী ইসমাইল হোসেন খোকন। এর আগে (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়মে রায়পুর উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ১৬৮ জন মুক্তযোদ্ধার মাঝে উন্নত মানের কম্বল ও একটি করে চাদর এবং নগদ ২০০০ টাকা অনুদান দেয়া হয়। এসময় সেলিনা ইসলাম বলেন, আমরা রায়পুরের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও নারী উন্নয়ন এ ৪টি বিষয়কে প্রাধান্য দিয়ে বেকারত্ব দুর করতে চাই।
×