ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কপিল দেবের পাশে নাম লেখালেন পান্ডিয়া

প্রকাশিত: ২০:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৭

কপিল দেবের পাশে নাম লেখালেন পান্ডিয়া

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম একজন হার্দিক পান্ডিয়া। কেরিয়ারের শুরু থেকেই তাকে কিংবদন্তি কপিল দেবের সঙ্গে তুলনা করা হয়। আর সেই সুর ধরেই টিম ইন্ডিয়ার তরুণ এই অলরাউন্ডার বুঝিয়ে দিলেন, তুলনাটা অমূলক নয়। নিজের পারফরম্যান্স দিয়েই হার্দিক প্রমাণ করলেন কপিল দেবের পথেই আছেন তিনি। গত বছর ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা পান্ডিয়া নিজেকে জাতীয় দলের নিয়মিত সদস্য করে তুলেছেন। চলতি বছরে ব্যাটে-বলে পান্ডিয়া এমন একটি রেকর্ড গড়েন, যা কপিল দেব ১৯৮৬ সালে করে দেখিয়েছিলেন। এক ক্যালেন্ডার মরশুমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ৫০০ রান ও ৩০টি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন কপিল দেব। ৩১ বছর পর ঠিক সেই কাজটাই করে দেখালেন পান্ডিয়া। কপিল দেব ২৭ ম্যাচে ৫১৭ রান সংগ্রহ করেছিলেন। সর্বোচ্চ ইনিংস ছিল ৫৮ রানের। উইকেট নিয়েছিলেন ৩২টি। সেরা বোলিং গড় ৩০ রানে ৪ উইকেট। এবছর একদিনের ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার সংগ্রহ ৫৫৭ রান। সর্বোচ্চ ইনিংস ৮৩ রানের। উইকেট নিয়েছেন ৩১টি। সেরা বোলিং গড় ৪০ রানে ৩ উইকেট।
×