ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেন ওয়ার্নের সেই ডেলিভারি মনে করিয়ে দিলেন চাহাল

প্রকাশিত: ২০:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৭

শেন ওয়ার্নের সেই ডেলিভারি মনে করিয়ে দিলেন চাহাল

অনলাইন ডেস্ক ॥ সিরিজ নির্ধারক ম্যাচে ভাল শুরু করেও শ্রীলঙ্কা আত্মসমর্পণ করলো। ধরমশালায় প্রথম একদিনে ম্যাচে শ্রীলঙ্কার আধিপত্য দেখিয়েছিল, মোহালিতে ভারত। আর বিশাখাপত্তমেও ভারত সেই আধিপত্য দেখিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত। বিশাখাপত্তমে ম্যাচ শুরুর পর একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল উপভোগ্য লড়াই হবে। গুণতিলকা (১৩) দ্রুত ফিরে গেলেও উপুল থরঙ্গা আর সাদিরা সমরাবিক্রমা দারুণ ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছিল। ওদের দু’জনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল শ্রীলঙ্কা ভারতের সামনে ভাল চ্যালেঞ্জ তৈরি করতে পারবে। বড় ইনিংস গড়বে। সমরাবিক্রমা (৪২) ও থারঙ্গা (৯৫) ফেরার পর শ্রীলঙ্কার বড় রান তোলার স্বপ্ন শেষ হয়ে যায়। কুলদীপ যাদবের বলে ধোনি যেভাবে থারঙ্গাকে স্টাম্পড করল, এক কথায় অসাধারণ। ধোনি বল ধরে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল কখন থরঙ্গার পা উঠে যায়। থারঙ্গার পায়ের পাতা লাইনের ওপর ওঠার সঙ্গে সঙ্গে বেল ফেলে দেয়। এই রকম ক্ষিপ্রতার জন্যই ধোনি অনন্য। উপুল থারঙ্গার পর ম্যাচের দ্বিতীয় টার্নিং পয়েন্ট অবশ্যই অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউট। কিন্তু যুজবেন্দ্র চাহালের যে বলে বোল্ড হলেন ম্যাথিউজ, বলা যায় সেটি ছিল চাহালের ক্যারিয়ারের অন্যতম সেরা ডেলিভারি। এককথায় ‘আনপ্লেয়বল’। ছোট্ট ইনসুইং করে লেগ স্টাম্পের লাইনের ওপর বলটা পড়ে স্পিন করে ম্যাথুজের (১৭) অফ স্টাম্প ভেঙে দিয়েছিল। প্রায় ৯ ইঞ্চি বল স্পিন করেছিল। চাহালের এই ডেলিভারি দেখে শেন ওয়ার্নের সেই বিখ্যাত ডেলিভারির কথা মনে পড়ে যাচ্ছিল, যে বলে মাইক গ্যাটিংকে বোল্ড করেছিল।
×