ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুজরাটে ভোট গণনা শুরু

প্রকাশিত: ২০:০৩, ১৮ ডিসেম্বর ২০১৭

গুজরাটে ভোট গণনা শুরু

অনলাইন ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী রাজ্য গুজরাটে ভোট গণনা শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী কংগ্রেসেরে সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৬৭টি আসনের মধ্যে বিজেপি ৯৭টি আসনে এগিয়ে রয়েছে এবং প্রধান প্রতিদ্বন্দ্বী পার্টি কংগ্রেস ৬৪টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বিধানসভায় ১৮৩টি আসনের মধ্যে ১১৬টিতে জয়ী হয়েছে বিজেপি। গুজরাট ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি শক্তিশালী দূর্গ। যেখানে ২২ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে। এ কারণে গুজরাটের নির্বাচন বিজেপির জন্য মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। এই রাজ্যে মোদি তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন। সেখানে অনেক কাজের জন্য জাতীয় ভোটেও জয় লাভ করেছিল তার দল। এবার এ রাজ্যে জয়ী হলে বিজেপি টানা ষষ্ঠবার গুজরাট শাসন করবে। এদিকে ১৩২ বছরের কংগ্রেসের নতুন নির্বাচিত নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন তিনটি দলের সঙ্গে জোট করেছে কংগ্রেস। অপরপক্ষে প্রধানমন্ত্রী মোদি গুজরাটে ৩৬ বারেরও বেশি মিটিং করেছেন এবং অর্থনৈতিক উন্নয়ন ও হিন্দু ভোটারদের উন্নয়নের বিষয়ে প্রচার চালিয়েছেন। এদিকে কংগ্রেস আশা করছে এখানে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের। এখানে ২০১২ সালে তারা ৬১টি আসন পেয়েছিল। এবার তার চেয়ে ভালো করবে। এদিকে উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশেও ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ৫৯টি আসনের মধ্যে ৩৫টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। অপরপক্ষে কংগ্রেস ২১টি আসনে এগিয়ে রয়েছে। গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচন ৯ ও ১৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গুজরাটে ৬৮ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে হিমাচল প্রদেশের ৭৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
×