ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বড় জয়ে ক্লাসিকোর প্রস্তুতি সারল বার্সা

প্রকাশিত: ২০:০২, ১৮ ডিসেম্বর ২০১৭

বড় জয়ে ক্লাসিকোর প্রস্তুতি সারল বার্সা

অনলাইন ডেস্ক ॥ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী শনিবার লা লিগায় মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে দেপোর্তিভো লা করুণাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনা ক্লাসিকোর প্রস্তুতিটা সারল দারুণভাবে। নিজেদের মাঠে বার্সার বড় জয়ে দুটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ ও পাওলিনহো। দুটি ‘অ্যাসিস্ট’ করা লিওনেল মেসিও গোল পেতে পারতেন। কিন্তু মেসির তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। একটি পেনাল্টিও মিস করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রোববার রাত পৌনে ২টায় শুরু হয়েছিল ম্যাচটি। ম্যাচ শুরুর আগে গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু দর্শকদের সামনে তুলে ধরেন মেসি। এ সময় দর্শকদের তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে পুরো ন্যু ক্যাম্প। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে গেলেও বার্সাকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৯ মিনিট পর্যন্ত। আন্দেস ইনিয়েস্তার ক্রস ডি বক্সের ভেতর মেসি বুক দিয়ে নামিয়ে ফাঁকায় দাঁড়ানো সুয়ারেজকে বল দেন। সহজেই লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মেসি। কিন্তু বক্সের ভেতর থেকে মেসির বাঁ পায়ের শট ক্রসবারে লেগে ফেরে। তিন মিনিট পর মেসির আরো একটি বাঁ পায়ের শট ডান পোস্টে বাধা পায়। ফিরতি বল পেয়ে সেটাই জালে জড়িয়ে দেন পাওলিনহো, স্কোরলাইন হয়ে যায় ২-০। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়তে পারত। সুয়ারেজের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন অতিথি গোলরক্ষক রুবেন মার্টিনেজ। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিট) নিজের জোড়া গোলে ব্যবধান বাড়ান সুয়ারেজ। ডানদিক থেকে সার্জিও রবার্তোর বাড়ানো বল থেকে পায়ের টোকায় এবারের লিগে নিজের নবম গোলটা করেন প্রাক্তন লিভারপুল তারকা। সুয়ারেজ গোল পেলেও মেসি শত চেষ্টার পরও জালের দেখা পাননি। ৬৮ মিনিটে আরো একবার দুর্ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হন মেসি, তার দারুণ ফ্রি-কিক গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়। পরের মিনিটে পেনাল্টি থেকেও গোল পাননি। মেসির স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক। ৭৫ মিনিটে স্কোরলাইন ৪-০ করার পাশাপাশি বার্সার বড় জয় নিশ্চিত করেন পাওলিনহো। জরদি আলবার শট পোস্টে লেগে ফিরলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন এ মৌসুমেই বার্সায় আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই জয়ে এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের থেকে ১১ পয়েন্ট এগিয়ে থাকল বার্সেলোনা। আর্নেস্তো ভালভার্দের দল ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিনে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল মাদ্রিদ।
×