ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্শ পরিবারের অনন্য কীর্তি

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ ডিসেম্বর ২০১৭

মার্শ পরিবারের অনন্য কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যের এ্যাশেজে ন্যূনতম একটি সেঞ্চুরি যে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের আজীবনের লালিত স্বপ্ন। রানের বন্যা বইয়ে দেয়া অনেক ব্যাটসম্যানের ভাগ্যেও এমনটা জোটেনি। সেখানে দুই ছেলে আর বাবা মিলে একই পরিবারের তিন তিনজনই তিন অঙ্কের দেখা পেলেন। পার্থ টেস্টে দুরন্ত এক সেঞ্চুরিতে অনন্য এ কীর্তির বৃত্ত পূরণ করলেন সবার ছোট মিচেল মার্শ (১৮১)। ৫৮ বছর বয়সী বাবা জিওফ মার্শ গর্বের অস্ট্রেলিয়ান জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন আশির দশকের মাঝামাঝি। ৫০ টেস্টে নামের পাশে ৪ সেঞ্চুরি। ২৫ টেস্টেই শন মার্শের সংখ্যাটা ৫। শনিবার ওয়াকায় প্রথমবারের মতো তিন অঙ্ক ছুঁয়েছেন মিচেল। ফলে একই পরিবারের তিন সদস্যের এ্যাশেজ সেঞ্চুরির বিরল এক রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব। টেস্ট ইতিহাসেই কোন দ্বিপক্ষীয় সিরিজে এক পরিবারের তিন সদস্যের সেঞ্চুরির ঘটনা এই প্রথম। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট দ্বৈরথের আগুন ঝরানো পৃথিবীর সবচেয়ে পুরনো টেস্ট সিরিজ এ্যাশেজের সঙ্গে জড়িয়ে আছে অজস্র গল্প ও কিংবদন্তি ক্রিকেটারের নাম। মিচেলের সেঞ্চুরির মধ্য দিয়ে সেই দলে যুক্ত হলো মার্শ পরিবারও। এ্যাশেজ পরিণত হলো একটি পরিবারের সাফল্যের গল্প লেখার অনন্য ক্যানভাসে। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক এ্যালান বোর্ডার এ্যাশেজ খেলতে গিয়েছিলেন ইংল্যান্ডে। সিরিজের পঞ্চম টেস্ট ছিল নটিংহ্যামে। এর আগেই অবশ্য ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করে ফেলেছেন বোর্ডার। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানের দারুণ ইনিংসে খেলেছিলেন জিওফ মার্শ। মার্ক টেলরের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩২৯ রান যোগ করেছিলেন জিওফ যা এখন এ্যাশেজ ইতিহাসের সেরা উদ্বোধনী জুটি। এবারের এ্যাশেজেই বাবার পদাঙ্ক অনুসরণ করেন তার সুযোগ্য দুই পুত্র। এ্যাডিলেড টেস্টে ১২৬ রান করেছিলেন জিওফের বড় ছেলে শন। দুর্দান্ত ওই ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর পার্থের ওয়াকায় চলতি টেস্টে ১৮১ রানের দারুণ ইনিংস খেলে নিজেদের পরিবারকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ছোট ছেলে মিচেল। ছেলের পুরো ইনিংস মাঠে বসেই উপভোগ করেছেন বাবা জিওফ মার্শ। মার্শদের এ্যাশেজ-সেঞ্চুরি মানেই যেন অস্ট্রেলিয়ার জয়। চলতি টেস্টেও বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৬২ রানের পাহাড় গড়েছে স্টিভেন স্মিথের দল। জবাবে ১৩২ রান তুলতেই প্রথম ৪ উইকেট নেই জো রুটদের। লিড অনেক দূরের পথ, ইনিংস পরাজয় এড়াতে ইংলিশদের চাই আরও ১২৭ রান। ২০১৪ সালে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক মিচেল মার্শের। পেস বোলিং-অলরাউন্ডার হওয়ায় ব্যাটিংয়ের সুযোগটা পান পরের দিকে। মার্শ পরিবারকে ইতিহাসের অন্য উচ্চতায় তুলে নিতে ২৬ বছর বয়সী মিচেলকে তাই ২২তম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হলো।
×