ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যালাক্সি এস ৯ বাজারে আসছে ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৭

গ্যালাক্সি এস ৯ বাজারে আসছে ফেব্রুয়ারিতে

গ্যালাক্সি এস ৮ ও এস ৮ প্লাসের পরবর্তী প্রজন্ম স্যামসাং গ্যালাক্সি এস ৯ ডিভাইস। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসেই গ্যালাক্সি এস ৯ ও এস ৯ প্লাস ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। স্যামসাং এবং কোয়ালকম গ্যালাক্সি এস ৯’র জন্য ইতোমধ্যেই সিস্টেম-অন-চিপ (এসওসি) ডিজাইন করা শুরু করেছে। নতুন এই চিপটির নাম হতে পারে ‘স্ন্যাপড্রাগন ৮৪৫’। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের মার্চ মাস থেকেই গ্যালাক্সি এস ৯-এর বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। তবে, উন্মোচনের তারিখ দেশভেদে ভিন্ন হতে পারে। এনডিটিভি ৩৬০ ডিগ্রীর খবরে বলা হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হবে গ্যালাক্সি এস ৯ ও গ্যালাক্সি এস ৯ প্লাস। ফোনটির নিরাপত্তা ফিচার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে বড় ধরনের কোন পরিবর্তন আসবে না। তবে এতে আইরিশ স্ক্যানার যোগ করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এতে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ। -অর্থনৈতিক রিপোর্টার
×