ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল দূতাবাসের কর্মকর্তারা নিট কারখানা পরিদর্শন করে অভিভূত

প্রকাশিত: ০৫:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৭

ব্রাজিল দূতাবাসের কর্মকর্তারা নিট কারখানা পরিদর্শন করে অভিভূত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও বৃদ্ধির প্রত্যাশা করেছে ব্রাজিল দূতাবাস ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। বিকেএমইএর আমন্ত্রণে ব্রাজিল দূতাবাসের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এ প্রত্যাশা করেন। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর আবন্তী কালার টেক্স (ক্রোনি গ্রুপ) ও ফেম এ্যাপারেলস প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্রাজিল দূতাবাসের প্রতিনিধি দল। বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান ব্রাজিলের প্রতিনিধিদলকে প্রস্তাব করে বলেন, নিট সেক্টরে যে সুতা হয় তার সিংহভাগ তুলা আসে ব্রাজিল থেকে। আপনারা আমাদের দেশে স্পিনিং মিল করেন, এতে করে আপনাদের উৎপাদিত তুলা দিয়ে সুতা তৈরি করে আমরা পণ্য প্রস্তুত করব। ওই সুতা যখন আমরা আপনাদের দেশে রফতানি করব তখন আপনারা তা শুল্কমুক্ত করে দেবেন। পুরো শিল্প প্রতিষ্ঠানটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত মিস্টার জোয়াও তাবাজারা ডি ওলিভেইরা জুনিয়র। পরিদর্শন শেষে তিনি জানান, বাংলাদেশে এমন শিল্প প্রতিষ্ঠান আছে আমরা এখানে এসে তা বুঝতে পারলাম। আমরা সত্যিই অভিভূত। এখানে বিশ্বমানের পণ্য প্রস্তত করা হয়। বিকেএমইএর যেসব প্রস্তাবনা রয়েছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমাদের সরকারের কাছে প্রস্তাবনাগুলো তুলে ধরব। আশা করি, বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের নতুন নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও বৃদ্ধি হবে। তিনি বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ব্রাজিলে পাঠানোর প্রস্তাব দেন।
×