ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউনান প্রদেশের ব্যবসায়ীদের বিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহ

প্রকাশিত: ০৫:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৭

ইউনান প্রদেশের ব্যবসায়ীদের বিদ্যুত খাতে বিনিয়োগে আগ্রহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বোর্ডরুমে বিসিআই এবং ইউনান প্রভিন্স ইন্ডাস্ট্রি এ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশনের প্রতিনিধিদলের মধ্যে এক মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউনান প্রভিন্স ইন্ডাস্ট্রি এ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কমিশনের ডেপুটি ডিরেক্টর জনাব চেন ইয়ানসুং। সভায় বিসিআই সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও বিসিআই সদস্য মতিউর রহমানসহ বিসিআই এর অন্যান্য পরিচালকবর্গ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি সভার শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চায়নার মধ্যে দ্বিপাক্ষিক এবং অর্থনৈতিক সম্পর্ক সম্পর্কে উপস্থাপন করেন। বিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুত উন্নয়ন, কৃষি এবং নব সৃষ্ট অর্থনৈতিক অঞ্চলসমূহে চায়নার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মি. চ্যান ইয়ানসুং সভার শুরুতে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং বলেন, এই প্রতিনিধিদল বাংলাদেশের সাথে নতুন বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করা এবং টেকনলজি শেয়ার করা প্রধান লক্ষ্য।
×