ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পতনের দিনে খাদ্য খাতের ৬৬.৬৬ শতাংশ প্রতিষ্ঠানের দর বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৭

পতনের দিনে খাদ্য খাতের ৬৬.৬৬ শতাংশ প্রতিষ্ঠানের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৮টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২টির বা ৬৬.৬৬ শতাংশের, দর কমেছে ৫টির বা ২৭.৭৭ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ৫.৫৫ শতাংশের। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এএমসিএলের (প্রাণ)। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.৫০ টাকা। ৬.৭০ টাকা বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে ন্যাশনাল টি এবং ৬.৩০ টাকা শেয়ার দর বেড়ে তৃতীয় স্থানে উঠে আসে বিএটিবিসি। এ খাতে দর বাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজের ০.৭০ টাকা, বিচ হ্যাচারির ১.৩০ টাকা, ফাইন ফুডের ২.৩০ টাকা, ফু-ওয়াং ফুডের ০.২০ টাকা, জেমিনি সী ফুডের ৪ টাকা, মেঘনা কনডেন্স মিল্কের ১ টাকা, মেঘনা পেটের ১.৭০ টাকা, আরডি ফুডের ০.৫০ টাকা এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ০.২০ টাকা বেড়েছে। এদিন ৫টি কোম্পানির দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ২.৭০ টাকা, এপেক্স ফুডের ০.৯০ টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ও অলিম্পিকের ০.৮০ টাকা করে এবং জিলবাংলার শেয়ার দর ০.৩০ টাকা কমেছে। এদিন শেয়ার দর অপরিবর্তিত রয়েছে এমারেল্ড অয়েলের।
×