ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সাড়ে ৬ মাসের সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সাড়ে ৬ মাসের সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশ কিছুদিন যাবত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কমছে। লেনদেন কমার ধারবাহিকতা রবিবারও অব্যাহত ছিল। ডিএসইতে লেনদেন কমে সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ৬ মাস ১৭ দিন বা ১৩৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ডিএসইতে চলতি বছরের ৩০ মে লেনদেন হয়েছিল ৩১৭ কোটি টাকার। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ২১ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকার। এদিন ডিএসইতে সব সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩ ও ২২৩৯ পয়েন্টে। অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯২৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৩, সিএসই-৩০ সূচক ২৪, সিএসসিএক্স ২৪ ও সিএসআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৪৮, ১৭২৯৫, ১১৬২৪ ও ১২৪৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্মা এইড, শাহজালাল ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, আরডি ফুড, আরএকে সিরামিক, স্কয়ার ফার্মা ও লিগ্যাসি ফুটওয়্যার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ফার্মা এইড, ওয়াতা কেমিক্যাল, ফাইন ফুড, সোনালি আঁশ, এএমসিএল (প্রাণ), এটলাস বাংলাদেশ, সিভিও পেট্রো কেমিক্যাল, এপেক্স ট্যানারি ও অগ্রণী ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, ইউনাটেড ইন্স্যুরেন্স, আইসিবিএএম সিল ২য়, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ১ম জনতা মিউচুয়াল ও বিএসআরএম লিমিটেড। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। অপর শেয়ারবাজার সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৮পির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিভিও পেট্রো কেমিক্যাল, লঙ্কাবাংলা ফাইনান্স, বিএসআরএম লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, আমরা নেটওয়ার্ক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক ও কেয়া কসমেটিক।
×