ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বছরের সেরা ব্যক্তিত্ব সেই বানর

প্রকাশিত: ০৫:১৬, ১৮ ডিসেম্বর ২০১৭

বছরের সেরা ব্যক্তিত্ব  সেই বানর

ইন্দোনেশিয়ার সেই বানরটির কথা মনে আছে? ২০১১ সালে ব্রিটিশ আলোকচিত্রী ডেভিড স্ট্যাটারের ক্যামেরায় নিজেই নিজের ছবি তুলেছিল যে বানর, নারুতো নামের সেই বানর এখন দেশটির বছরের ‘সেরা ব্যক্তিত্ব’। সানফ্রান্সিসকোর প্রাণী অধিকার সংরক্ষণকারী প্রতিষ্ঠান ‘দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এ্যানিমেলস’ (পিইটিএ) নারুতোকে ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করেছে। ম্যাকাউ প্রজাতির এই বানরকে ব্যক্তি হিসেবেই মনে করছে পিইটিএ। সাত বছর আগে নিজের ছবি নিজে তুলে আলোচনার ঝড় তুলেছিল সে। তখন ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড স্ট্যাটার ইন্দোনেশিয়ার সুলাবোস দ্বীপে গিয়েছিলেন ছবি তুলতে। সেখানেই বানরটির সন্ধান পেয়েছিলেন ডেভিড। তিনি ক্যামেরা ঠিক করে দিলেও বানরটি নিজেই নিজের সেলফি তুলেছিল। পরে নিজের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইয়ে সেই সেলফি ছেপে আইনী ঝামেলায় পড়েছিলেন ডেভিড। -টাইমস অব ইন্ডিয়া
×