ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এ বছরের সবচেয়ে আলোচিত শব্দ ‘ইয়থকোয়েক’

প্রকাশিত: ০৫:১৫, ১৮ ডিসেম্বর ২০১৭

এ বছরের সবচেয়ে আলোচিত  শব্দ ‘ইয়থকোয়েক’

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১৭ সালের সবচেয়ে আলোচিত শব্দ নির্বাচিত হয়েছে ইয়থকোয়েক । অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ শুক্রবার এ ঘোষণা দেয়। শব্দটির বাংলা অর্থ করলে দাঁড়ায় যুবজাগরণ। বিশ্বের সেরা ফ্যাশন সাময়িকীর সম্পাদক ডায়ানা ভ্রিল্যান্ড ৬০-এর দশকে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। সে সময় ফ্যাশন, সঙ্গীত ও দৃষ্টিভঙ্গিতে দ্রুত পরিবর্তন অর্থে ডায়ানা ভ্রিল্যান্ড এই শব্দটি ব্যবহার করেছিলেন। অবশ্য অক্সফোর্ড কর্তৃপক্ষ ইয়থকোয়েক শব্দটিকে তরুণদের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের বিষয়টিকে বুঝিয়েছে। তবে এই অর্থ সার্বজনীন নয় বলে অক্সফোর্ড ডিকশনারীর প্রধান ক্যাসপার গ্রাথহোল জানান। তিনি বলেন, ২০১৭ সালে পূর্বের তুলনায় ইয়থকোয়েক শব্দটি পাঁচগুণ বেশি ব্যবহৃত হয়েছে। ব্রিটেনের গত সাধারণ নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে এই শব্দের মতো জাগরণ দেখা যায়। গত বছরের অক্সেফোর্ডের বিচারে আলোচিত শব্দ ছিল ‘পোস্টট্রুথ’ শব্দটি।-বিবিসি অনলাইন।
×