ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারচুপির পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাবেন না ॥ কাদের

প্রকাশিত: ০৫:১৩, ১৮ ডিসেম্বর ২০১৭

কারচুপির পুরনো ভাঙ্গা রেকর্ড  বাজাবেন না ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতো হবে উল্লেখ করে বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারচুপির পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাবেন না। রসিক নির্বাচন নিয়ে বিএনপি তাদের পুরনো অভ্যাস চর্চা করছে। আগাম নির্বাচনের মতো ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজাচ্ছে, কারচুপি হয়েছে। সব নির্বাচনের আগেই তারা এসব ভাঙ্গা রেকর্ড বাজায়। এটা (কারচুপির অভিযোগ) করে তারা নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে। রবিবার রাজধানীর বিআরটিসির গাবতলী বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বিএনপির অভিযোগের কোনো বাস্তবতা নেই। যে রকম, নির্বাচন নারায়ণগঞ্জ, কুমিল্লায় হয়েছে, একইভাবে রংপুরেরও অনুষ্ঠিত হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। অনুষ্ঠানের আড়ম্বরতায় মন্ত্রীর অসন্তোষ ॥ অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নেমেই বিশাল মঞ্চ দেখে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি মঞ্চে না গিয়ে সরাসরি নতুন ডিপোর উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং নতুন বাসের কাছে গিয়ে বেলুন উড়িয়ে বলেন, এসব মঞ্চ আয়োজন করে দেশের ক্ষতি হয়। শুরুতে মঞ্চে অনেক চেয়ার থাকলেও মন্ত্রীর সময় বাঁচাতে মাত্র চারটি চেয়ার রাখা হয়। একটি চেয়ারে মন্ত্রী নিজে বসেন। দু’পাশের দুটি চেয়ারে মন্ত্রণালয়ের সচিব ও বিআরটিসি চেয়ারম্যান বসেন। মন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বক্তব্যের শুরুতেই বলেন, ‘উদ্বোধনী ফলক, তারপরে বেলুনটা উড়িয়ে দিলেই তো শেষ। হুজুর একটু দোয়া পড়লেন, আর তো কিছু দরকার নেই। আমার তো মনে হয় না আর কিছুর দরকার আছে। এ ধরনের অপ্রয়োজনীয় অনুষ্ঠান না করলেই ভাল। যাক তারপরও আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনটাই আনুষ্ঠানিকতা যেহেতু আছে, সেহেতু আমি সচিবকে রেখে গেলাম, সচিব বক্তব্য রাখবেন। আমাদের এমপি আসলামের (আসলামুল হক) আসার কথা ছিল, তিনি আসলে বক্তব্য রাখবেন।’ মন্ত্রীর বক্তব্যের প্রায় শেষ দিকে মঞ্চে আসেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক। বক্তব্য শেষে ওবায়দুল কাদের তাঁকে বলেন, অনুষ্ঠানে আসতে দেরি করেন কেন? ওবায়দুল কাদের বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করে সেবা সংস্থা হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, ‘বিআরটিসির নতুন চেয়ারম্যান আসার পর থেকে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে। আমার বিশ্বাস, আমার সচিবও একজন সৎ মানুষ। আমি আশা করি, এদের আসাতে দুর্নীতি, অনিয়ম, হয়রানি থেকে পর্যায়ক্রমে মুক্তি পাবে বিটিআরসি। এই প্রত্যাশা নিয়ে আমি মিরপুরে আজকের নতুন ডিপোর উদ্বোধন ঘোষণা করছি।’ বকেয়া বেতন চেয়ে মন্ত্রীর সামনে এক কর্মীর কান্না ॥ বিআরটিসি বাসের নতুন ডিপোর উদ্বোধন অনুষ্ঠানে বকেয়া বেতন চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এক পরিবহনকর্মী। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের শেষ পর্যায়ে এক পরিবহনকর্মী দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘স্যার, আমার মা অসুস্থ, আমি পাঁচ মাস যাবত বেতন পাই না। আমার সংসার চলে না, স্যার আমি এখন কী করব? আমার বেতনের ব্যবস্থা করে দেন। আমার বেতন কবে পামু কন?’ অনুষ্ঠানে উপস্থিত প্রায় কয়েকশ’ পরিবহনকর্মী এসময় হাততালি দিয়ে সহকর্মীকে সমর্থন জানাচ্ছিলেন। ওবায়দুল কাদের মনোযোগ দিয়ে ওই পরিবহনকর্মীর কথা শুনে বলেন, ‘আমি এর ব্যবস্থা নিয়েছি। আগেই বলে দিয়েছি।’
×