ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক

ছায়েদুল হকের জানাজায় রাষ্ট্রপতির অংশগ্রহণ

প্রকাশিত: ০৫:১১, ১৮ ডিসেম্বর ২০১৭

ছায়েদুল হকের জানাজায় রাষ্ট্রপতির অংশগ্রহণ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ রবিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের জানাজায় অংশগ্রহণ করেন। এসময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী মোহাম্মদ ছায়েদুল হকের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসর। পরে জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মন্ত্রিসভার এই সহকর্মীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পীকার এম ফজলে রাব্বি মিয়াও মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জানাজা শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মরহুম মোহাম্মদ ছায়েদুল হককে গার্ড অব অনার দেয়া হয়। পরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মোনাজাতে অংশ নেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিগণ, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, মরহুমের শুভাকাক্সক্ষীবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা মোহাম্মদ ছায়েদুল হকের রুহের মাগফিরাত কামনা করেন।
×