ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভর্তি জালিয়াতির অভিযোগে বেরোবিতে ৬ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৩:৩৪, ১৭ ডিসেম্বর ২০১৭

ভর্তি জালিয়াতির অভিযোগে বেরোবিতে ৬ শিক্ষার্থী আটক

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম ভর্তি পরীক্ষায় ভর্তি জালিয়াতির দায়ে ছয় জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ভর্তি পরীক্ষার সাক্ষাতকারের সময় তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড.শফিক আশরাফ জানান, রবিবার সকাল থেকে শুরু হওয়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাতকারে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ বিবিএ অনুষদের সাক্ষাতকারের সময় ২ জন, কবি হেয়াত মামুদ ভবন থেকে ৩ জন ও একাডেমিক ভবন-২ থেকে একজনকে ছবি ও কাগজের মিল না থাকায় আটক করা হয়। শফিক আশরাফ আরও বলেন, তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। জালিয়াতির পেছনের মূল হোতাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আতককৃতরা হলেন, আহসান হাবীব পিতা মাহফুজার রহমান, সবুজবাগ, বগুড়া। শাহরিয়ার আল সানি, পিতা-মৃত দৌলতদুর রহমান, ছড়ান, মিঠাপুকুর, রংপুর। রোকনুজ্জামান,পিতা রফিকুজ্জামান, জালাসি, পঞ্চগড়। সাদ আহমেদ, পিতা -সাখাওয়াত হোসেন, তিলতপুর, নওগা। শাহরিয়ার আল সানি, পিতা- আব্দুক মজিবর, মিশনমোড়, লালমনিরহাট। রিফাত সরকার যতœ, পিতা- রিয়াজুল সরকার, বাগাতীপাড়া, নাটোর। তাদের সবাই বদলী পরীক্ষার্থীর মাধ্যমে ভর্তিতে চান্স পেয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল ইসলাম মুন বলেন, জালিয়াতির দায়ে আটকদেরকে থানায় প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
×