ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষনে দায়ে সাত কারখানাকে জরিমানা

প্রকাশিত: ০৩:৩৩, ১৭ ডিসেম্বর ২০১৭

পরিবেশ দূষনে দায়ে সাত কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যাতিত কারখানা পরিচালনা করে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় রবিবার গাজীপুরের পাঁচটিসহ ৭টি কারখানাকে মোট ৪৩ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং। পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাহিদুর রহমান জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) পরিবেশ দূষণের দায়ে গাজীপুর জেলার ৫টি ও ঢাকা জেলার ২টিসহ মোট ৭টি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানী গ্রহণ করেন। শুনানী শেষে পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যাতিত কারখানা/জেনারেটর স্থাপন ও পরিচালনা করে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে জনজীবন এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় গাজীপুরের নিহাল এন্ড সিতাব কার্গো সার্ভিস লিমিটেডকে ৫ লাখ টাকা, ট্যাট ফাই জিপার কোং লিঃকে সাড়ে ৩ লাখ টাকা, লাজিম অ্যাপারেলস লিঃ (কাকাডো ট্রেডিং বাংলাদেশ লিঃ)কে ২ লাখ টাকা, গ্রীন কোল্ড এগ্রো প্রোডাক্টস/গুলিস্তা এগ্রো কমপ্লেক্স লিঃকে ১ লাখ টাকা এবং কেম হাউস ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা এবং ঢাকা জেলার সাভারের স্পার্কেল নীট কম্পোজিট লিঃকে ২৬ লাখ ৮৮ হাজার টাকা ও স্ট্যান্ডার্ড স্টীচেস লিঃকে ৪ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। এর আগে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট টিম ওইসব কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
×