ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জের ল্যান্ডি স্টেশনে পল্টুন ডুবে আহত ৬

প্রকাশিত: ০৩:১৩, ১৭ ডিসেম্বর ২০১৭

সিদ্ধিরগঞ্জের ল্যান্ডি স্টেশনে পল্টুন ডুবে আহত ৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশনের একটি পল্টুন ডুবির ঘটনা ঘটেছে। এতে লোড-আনলোডের ৬ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। পল্টুন ডুবির ঘটনায় কয়েকজন শ্রমিক নিঁখোজ থাকার গুজব ছড়িয়ে পড়লে বেলা ৩টায় ঢাকা সদর দফতরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা তল্লাশি চালায়। কিন্তু ডুবুরী দল কাউকে খুঁজে পায়নি। পরে তারা ঢাকায় ফিরে যান। শ্রমিক ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকালে কাঁচপুর ল্যান্ডিং ষ্টেশনের পাশে একটি অস্থায়ী পল্টুনে ভেড়ানো এমভি খাজা বাবা ফরিদপুরী নামক একটি জাহাজ থেকে গম আনলোড করছিল শ্রমিকরা। সকাল ৯টার সময় আকস্মিকভাবে পল্টুনটি ডুবে যায়। এ সময় লোহার সিঁড়িও পানিতে পড়ে যায়। এতে কয়েকজন শ্রমিক গমের বস্তাসহ শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা এসে তাদেরকে উদ্ধার করে। এ সময় সাহাবুদ্দিন (৩৮), মোবারক (৩০) ও রফিকুল (৩৭)সহ ৬ শ্রমিক আহত হয়। এদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকার গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। শ্রমিকরা জানায়, প্রতিদিন এ স্টেশনে মুরাদ, মোশারফ ও রনি নামের তিন লেবার সর্দারের অধীনে দেড় শতাধিক থেকে প্রায় পৌনে ২ শতাধিক শ্রমিক লোড-আনলোডের কাজ করছে। রবিবার সকালে জাহাজ থেকে গমের বস্তা নিয়ে এক সঙ্গে প্রায় ৫০ জন শ্রমিক ঐ পল্টুনের দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত লোডের কারণে সিঁড়িসহ পল্টুনটি ডুবে যায়। পরে বিকেল ৩টায় ফায়ার সার্ভিসের ঢাকা সদর দফতরের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা তল্লাশি চালায়। পরে তার কাউকে খুঁজে না পেয়ে ঢাকায় ফিরে যায়। ঢাকা সদর দফতরের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, আমাদের ডুবুরী দলের এক সদস্য এক ঘন্টা তল্লাশি চালিয়ে কাউকে খুঁজে পায়নি। কেউ নিখোঁজ থাকলে পাওয়া যেতে। এমনকি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে পানির স্রোতেও নেই। তাই কোন শ্রমিক নিখোঁজ থাকলে ভেসে যাওয়ার সম্ভবন নেই।
×