ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ডেসকোর গুদামে রহস্যজনক চুরি, আটক ১০

প্রকাশিত: ০৩:১১, ১৭ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে ডেসকোর গুদামে রহস্যজনক চুরি, আটক ১০

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গী সফিউদ্দিন স্কুল রোডের টিআইসির কলোনির ডেসকোর বৈদ্যুতিক মালামাল রাখার ভান্ডারে এক রহস্য জনক চুরির ঘটনায় প্রায় ১০লাখ টাকার মালামাল লুট হয়েছে। এঘটনায় ভান্ডার পাহারায় নিয়োজিত ১০ আনসার সদস্যকে আটক করে টঙ্গী থানা পুলিশে সোর্পদ করেছে ডেসকো কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার রাতে টঙ্গী থানায় এব্যাপারে মামলা দায়ের করা হলে চুরির ঘটনাটি জানাজানি হয়। রবিবার সকালে ডেসকো কর্তৃপক্ষ ঘটনা স্থলে গিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আনসার সদস্যদের আটক করে টঙ্গী থানায় সোর্পদ করে। থানায় দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জনান, ডেসকোর ওই ভান্ডারে গত শুক্রবার রাত ৮টার দিকে এক আনসার সদস্যের আত্মীয় পরিচয়ে প্রথমে একজন ও পরে আরও ৫/৬জন ওই ভান্ডারে প্রবেশ করে। এসময় বহিরাগতরা আনসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি ঘরে আটকে রাখে। পরে ওই বহিরাগতরা ভান্ডার থেকে বৈদু্যুতিক তার, ট্রা¯œফরমার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চোরাই কৃত মালামালের মূল্য প্রায় ১০লক্ষ টাকা। ডেসকোর টঙ্গী স্টোর ব্যবস্থাপক মোঃ রাশেদুর হক শামছী বাদী হয়ে আনসার সদস্যসহ অজ্ঞাত ২০/২৫ জনের নামে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।
×