ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রথম কিশোর পত্রিকা “নবারুন” অ্যাপ এর উদ্বোধন

প্রকাশিত: ০১:৪২, ১৭ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের প্রথম কিশোর পত্রিকা “নবারুন” অ্যাপ এর উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ বাংলাদেশ চলচ্চিত্র অধিদপ্তরের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগীতায় শিশু কিশোরদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নবারুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে নবারুন উৎসব উপলক্ষে দেশের প্রথম কিশোর পত্রিকা নবারুন অ্যাপ’র উদ্বোধন করা হয়। এতে নাসরিন জাহান লিপির পরিচালনায় ও জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য সচিব মর্তুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রকশনার মহাপরিচালক মোহাম্মদ ইসতাক আহমদ, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, শিক্ষবিদ অধ্যক্ষ (আব:) পরিমল কান্তি দে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব মর্তুজা আহমদ বলেন, আজ থেকে নবারুন অ্যাপ’র মাধ্যমে তথ্য প্রযুক্তির আরেকটি নবযাত্রা শুরু হল। হাওর ভাটির এই জনপদ থেকে নবারুন মেতেছে উৎসবের আনন্দে। আজ বিজয় উৎসব আর নবারুন উৎসব একাকার হয়ে উঠেছে। বিজয়ের আনন্দের সাথে আমাদের আজকের ও আগামীর প্রজন্মে শিশু-কিশোররা একাকার হয়ে গেছে। নবারুণ ১৯৭০ সালের জুন মাসে শিশু-কিশোরদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধির লক্ষে যাত্রা শুরু করে। নবারুন সচিত্র কিশোর বাংলা পত্রিকাটি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর এই আবারও নব উদ্যোমে বাংলাদেশের সবচেয়ে পুরোনো কিশোর পত্রিকা হিসেবে ১৯৭২ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। যুদ্ধ বিদ্ধস্থ বাংলাদেশ গঠনে জাতির জনকের নির্দেশে এই পত্রিকাটির ব্যপক ভুমিকা ছিল। সে দিন বঙ্গবন্ধু মনে করেছিলেন নতুন দেশ গড়তে তৎকালীন কিশোরদের ভুমিকাই হবে মূখ্য। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে আজও এই কিশোর পত্রিকা মুক্তিযুদ্দের চেতনার বাংলাদেশ গঠনে অনন্য ভুমিকা রাখবে বলে আমার বিশ্বাস। নবারুণ কিশোর পত্রিকা ও নবারুণ অ্যাপ জাগরনের বাংলাদেশ গড়তে সহায়ক হবে। এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, দৈনিক সুনাম কন্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, নবারুণ অ্যাপ এর কন্সেপ্ট মেকিং এবং গবেষনায় ছিলেন রেজা নওফল হায়দার প্রমুখ। পরে উপস্থিত শতাধিক শিশু-কিশোরদের মাঝে নবারুন অ্যাপ’র বিভিন্ন দিক তুলে ধরেন ডেভেলাপার শাহ আকবর আহমেদ শুভ। অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
×