ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাসস’র সাংবাদিকদের অবসরগ্রহণের বয়স ৬৫ হাইকোর্টের রায় প্রকাশ

প্রকাশিত: ০১:৩৯, ১৭ ডিসেম্বর ২০১৭

বাসস’র সাংবাদিকদের অবসরগ্রহণের বয়স ৬৫ হাইকোর্টের রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সাংবাদিকদের অবসরগ্রহনের বয়সসীমা ৬০ থেকে ৬৫তে উন্নীত করতে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের উপর নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সরকারের গড়িমসির বৈধতা চ্যালেঞ্জ করে আনীত জনস্বার্থ বিষয়ক দু’টি রিট আবেদনের উপর একত্রে শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম শহিদুল হকের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রিট আবেদনকারীদ্বয়ের কৌঁসুলি বিষয়টি নিশ্চিত করে জানান, আটমাস আগে গত ১৩ এপ্রিল এ রায় ঘোষণা করা হয়েছিল। দুই বিচারপতির সই ও সিলমোহরযুক্ত ৩০-পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। রায়ে সরকারি জাতীয় বার্তা সংস্থা-বাসস’র চাকুরি প্রবিধানমালা সংশোধন করে প্রধানমন্ত্রীর ঐ প্রকাশ্য ঘোষণা অনুযায়ী সংস্থার সাংবাদিকদের অবসরগ্রহনের বয়সসীমা ৬০ থেকে ৬২’র পরিবর্তে ৬৫তে উন্নীত করতে সরকারকে নির্দেশ দেয়া হয়। প্রকাশিত রায় প্রাপ্তির ৬০ দিনের মধ্যে এ আদেশ কার্যকর করতে হবে। হাইকোর্টের রায়ে আরো বলা হয়, আবেদনকারিদ্বয়কে বাসস‘র তর্কিত সংশোধিত চাকুরি প্রবিধানমালা অনুযায়ী ৬২ বছর বয়সে অবসরে পাঠানো হলেও তাদের চাকুরিকাল ৬৫ বছর অবসরসীমা পর্যন্ত গণ্য করতে হবে। আবেদনকারিদ্বয়ের বকেয়া বেতন ও সুবিধাদি প্রকাশিত রায়ের অনুলিপি প্রাপ্তির দু’মাসের মধ্যে পরিশোধ করার জন্য বাসস কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রিট আবেদনকারি দু’জন হলেন বাসস’র দুই সংক্ষুব্ধ সাংবাদিক আজিজুল ইসলাম ভুঁইয়া (অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক) ও আমিরুল মোমেনিন (অবসরপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক-বাংলা সার্ভিস), যাদের বয়স ইতোমধ্যে ৬৫ উত্তীর্ণ হয়ে গেছে। আবেদনকারিদ্বয়ের পক্ষে মামলা পরিচালনা করেন সুব্রত চৌধুরী। তাকে সহায়তা করেন সমীর মজুমদার, সারওয়ার আলম চৌধুরী, মুনিরা হক মণি ও সোনিয়া পারভীন, রবীন চন্দ্র পাল ও বীথি সাহা। বাসস’র পক্ষে ছিলেন শ ম রেজাউল করিম ও আবদুর রাজ্জাক। সরকারের প্রতিনিধিত্ব করেন ডেপুটি এটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।
×