ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে জামায়াত নেতাসহ আটক ৫

প্রকাশিত: ০০:১৩, ১৭ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে জামায়াত নেতাসহ আটক ৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ র্যাব-৯ এর অভিযানে আটক হবিগঞ্জের জামায়াতের এক নেতা সহ ৫ জেএমবি সদস্যের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি ও শহরতলীর নারায়নপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল কদ্দুছ, নারায়নপুর বাজারের ট্রেইলার ব্যাবসায়ী আবুল কালাম, একই বাজারের আল-মদিনা ক্লথ স্টোরের মালিক ও আনন্দপুর গ্রামের বাসিন্দা নুর মিয়া, একই গ্রামের নজরুল ইসলাম ও দীঘলবাগপয়েন্ট বাজারের ফার্মেসী ব্যবসায়ী ও রায়ধর গ্রামের বাসিন্দা রুহুল আমীনকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে হাজির করা হলে এই রিমান্ড মঞ্জুর করা হয়। প্রসঙ্গত, র্যাবের তথ্য অনুযায়ী চলতি মাসের গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় শহরের নারায়নপুর বাজারের গোপন বৈঠক থেকে ওই ৫ জনকে র্যাব-৯ এর একটি টীম আটক করে। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে এই ৫ জনের বিরুদ্ধেই বিরুদ্ধে জেএমবি’র কর্মকান্ডের সাথে অভিযোগ আনা হয়। এদিকে র্যাবের জ্ঞিাসাবাদের পর সকলকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে র্যাব। এরই প্রেক্ষিতে রাস্ট্রপক্ষ ওই ৫ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড দেন।
×