ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামেও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে ॥ পরারাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:০৮, ১৭ ডিসেম্বর ২০১৭

গ্রামেও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে ॥ পরারাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, এখন ঘরে বসেই বিশ^কে দেখবে গ্রামের মানুষও। কোনো টাকা-পয়সা লাগবে না। সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট সেবা পাবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায় আজ বাস্তবায়ন হয়েছে। শুধু ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়নি, বিনামুল্যে ঘরে ঘরে দেয়া হয়েছে বিদ্যুত সুবিধাও। তিনি বলেন, বিদ্যুতের জন্য মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দৌড়াঝাপ করতে হতো। কিন্তু বর্তমান সরকারের সময় চারঘাটকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়েছে। বিদ্যুতের জন্য লোকজনকে কোনো অফিসে ধর্না দিতে হয়নি। বিদ্যুৎ বিভাগের লোকজনই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর ভুমিকার কারনে। রবিবার জেলার চারঘাটে এমএ হাদী ডিগ্রী কলেজে ফ্রি ওয়াই-ফাই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজশাহীর চারঘাট-বাঘায় যে রাস্তা দিয়ে একদিন গরুর গাড়ীও চলতে পারতো না। আজ সেই সব রাস্তা পাকাকরণ করে দামী যানবাহন দাপিয়ে চলছে। তিনি বলেন, চারঘাট-বাঘা নয়, সারা বাংলাদেশে আজ লেগেছে উন্নয়নের ছোয়া। যেখানেই দেখবেন, সেখানেই হয়েছে উন্নয়ন। আর এ উন্নয়ন ও বর্তমান সরকারের চলমান অগ্রগতি আরো এগিয়ে নিয়ে আগামীতেও তিনি নৌকার পক্ষে থাকার অঅহ্বান জানান। এ সময় অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ সামসুজ্জোহা সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, পৌর সাধারণ সম্পাদক একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার প্রমুখ বক্তব্য রাখেন।
×