ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলীতে সরকারী জমি দখল করে ভবন নির্মাণ

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৭

আমতলীতে সরকারী জমি দখল করে ভবন নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ আমতলী উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় জামায়াত নেতা আবদুল বারেক হাওলাদার শনিবার রাতে সরকারী খাস জমি দখল করে ভবন নির্মাণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন রবিবার এ কাজ বন্ধ করে দিয়েছেন। জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় জামায়াত নেতা আবদুল বারেক হাওলাদার সরকারী খাস জমি জোড়পূর্বক দখল করে। শনিবার রাতের আধাঁরে এ জমিতে পাকা ভবন নির্মাণ করছিল। স্থানীয়রা অভিযোগ করেন জামায়াত নেতা বারেক হাওলাদার কিছুদিন পূর্বে জোড়পূর্বক সরকারী খাস জমি দখল করে। এরপর ওই জমির পিছনের গাজীপুরা খাল ভরাট শেষে ওইখানে টিন সেটের একটি ঘর নির্মাণ করে। ওই সময় ভুমি অফিসের লোকজন এসে খাল ভরাট না করার নির্দেশ দিলেও তিনি তা মানেনি। তারা আরো জানান জামায়াত নেতা কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে খাস জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন কুকুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবুল খায়েরকে ঘটনাস্থল গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়। রবিবার সকালে ইউনিয়ন ভুমি কর্মকর্তা আবু জাফর ও আবুল খায়ের ঘটনাস্থলে গিয়ে জামায়াত নেতার নির্মানাধীন ভবন ভেঙ্গে দেয় এবং কোন কাজ না করার নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন ভুমি অফিসার মোঃ আবুল খায়ের জানান, সরকারী খাস খতিয়ানের জমি কাউকে লিজ দেয়া হয়নি। বারেক হাওলাদার কোন অনুমতি না নিয়েই এ জমিতে পাকা ভবন নির্মাণ করছিল। তিনি আরো জানান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নির্মানাধীন ভবন ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি আরো বলেন কিছুদিন পূর্বে খাল ভরাট না করতে তাকে নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু তিনি তা মানেনি। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, নির্মানাধীন ভবন ভেঙ্গে দেয়া হয়েছে এবং আর কোন কাজ করতে পারবে না মর্মে নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন এরপর কোন কাজ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×