ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী আলাল মিয়ার ভাগ্যে জুটছেনা সরকারী অনুদান

প্রকাশিত: ২৩:৫৯, ১৭ ডিসেম্বর ২০১৭

প্রতিবন্ধী আলাল মিয়ার ভাগ্যে জুটছেনা সরকারী অনুদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের দিনমজুরের পুত্র আলাল মিয়া (১২) জন্মের পর থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে ঠিকমত কথাও বলতে পারে না। শুধু তাই নয়, আলাল মিয়ার মাথা ফোলা রোগে আক্রান্ত হয়েছে। যতই দিন যাচ্ছে ততই তার মাথাটা ক্রমেই বড় আকার ধারণ করছে। এদিকে আলাল মিয়ার বাবা হাবিল মিয়া ২য় বিয়ে করে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে। হতদরিদ্র নানা আব্দুল আউয়াল নিজের সহায় সম্বলটুকু বিক্রি করে দিয়ে নাতির জন্য চিকিৎসা চালিয়ে আসছে। এখন অর্থাভাবে আর চিকিৎসা করতে পারছে না। ফলে দিন দিন আলাল মিয়া মাথা ফোলা রোগে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করায় আলালের মা অসহায় আলেয়া বেগম ২ মেয়ে ও অসুস্থ ছেলে আলাল মিয়াকে নিয়ে দীর্ঘদিন যাবত অন্যের বাসা বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে তাদের নিয়ে দরিদ্র বাবার সংসারে অনাহার-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছি। এমতাবস্থায় এই অসুস্থ সন্তানের চিকিৎসা বা তাকে লালন পালন করতে গিয়ে তাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তদুপরি সরকার প্রতিবন্ধীদের জন্য এতো সুযোগ সুবিধা দিলেও আলাল মিয়ার জন্য কোন প্রতিবন্ধী কার্ড বা কোন ধরণের সাহায্য সহযোগিতাও পাইনি। এমনকি একটি হুইল চেয়ার পর্যন্ত পায়নি। তাই দরিদ্র সমাজের বিত্তবান মানুষের কাছে তার মা আলেয়া বেগম সাহায্যের আবেদন জানিয়েছেন। যে কেউ এই ০১৭২৭-০৫৭৭৭০ বিকাশ নম্বরে সাহায্য পাঠাতে পারেন।
×