ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফলে ৯ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৭

বাউফলে ৯ গ্রামের মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের ৯টি গ্রামের ১ হাজার ২৪ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। গ্রামগুলো হলো নারায়ন পাশা, গোসিংগা, বিলবিলাস, বাজেমহ, সাবপুরা, সাবপুরা-২, দক্ষিন কবিরকাঠি, মাধবপুর ও আদাবাড়িয়া। ২কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ২০ কিলোমিটার লাইন সম্প্রসারণ করে এসব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আজ রবিবার সকাল ১০টায় জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ উপজেলা পরিষদ থেকে একযোগে বিদ্যুৎ লাইনের (প্রতিকি) উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার, নাজিরপুর ইউপির চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল সদও ইউপির চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, আদাবাড়িয়া ইউপির চেয়ারম্যান শামসুল হক ফকির ও চন্দ্রদ্বিপ ইউপির চেয়ারম্যান আলকাচ মোল্লা প্রমূখ।
×