ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই দরিদ্র মহিলার ১১ মাসের ভিজিডির চাল গায়েব

প্রকাশিত: ২১:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৭

দুই দরিদ্র মহিলার ১১ মাসের ভিজিডির চাল গায়েব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ভিজিডি কর্মসূচির জন্য (ভিজিডি চক্র ২০১৭-২০১৮) উপকারভোগী মহিলা নির্বাচনের চুড়ান্ত তালিকায় মোসাম্মৎ মাহমুদা বেগমের কার্ড নম্বর ১৩০। লালুয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের জেলে পরিবার। রামনাবাদ পাড়ের এ পরিবারটি নদী ভাঙ্গনে বহুবার ঘর পাল্টেছেন। সামান্য জমি থাকলে এখনও ফসল পায়না। প্লাবনের ধকল নিত্য সঙ্গী। প্রধানমন্ত্রীর খাদ্য নিরাপত্তা বেস্টনীর প্রকল্পের তালিকায় তার নাম কাগজে-কলমে ঠাঁই হয়েছে। এ বছরের জানুয়ারি মাস থেকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু আজ অবধি এক ছটাক চালও জোটেনি মাহমুদা বেগমের। অথচ ওই চাল উত্তোলন দেখানো রয়েছে। ইউনিয়ন পরিষদে বহুবার ধর্ণা দিয়েছেন। কিন্তু চাল তো দুরের কথা কার্ডটিও হাতে পায়নি। একই দশা ছোনখোলা গ্রামের মোসাম্মৎ আকলিমা বেগমের। তার কার্ড নম্বর ৪৫। এসব চাল কোথায় গেছে। কে তুলে নিয়েছে। কিংবা বিক্রি করা হয়েছে তার কোন তথ্য মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আখতার দিতে পারেন নি। এ দুই দরিদ্র মহিলার গত ১১ মাসে ৬৬০ কেজি চাল লোপাট করা হয়েছে। ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি তিনি যাচাই-বাছাই করে দেখছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×