ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিশোধ নেওয়ার হুমকি হাফিজ সাঈদের

প্রকাশিত: ১৭:২২, ১৭ ডিসেম্বর ২০১৭

প্রতিশোধ নেওয়ার হুমকি হাফিজ সাঈদের

অনলাইন ডেস্ক ॥ বিরোধপূর্ণ কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ সালে পাকিস্তানের হারের প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ। পাকিস্তানের লাহোরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন এই পরিকল্পনাকারী। খবরে জি নিউজের। হাফিজ সাঈদ বলেন, ‘পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। সেই পরজয়ের বদলা নেওয়া হবে কাশ্মীরকে স্বাধীন করে। ’ জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করেতে সহায়তা করেছিল ভারত। সেই রাগ এখনও পুষে রেখেছে পাকিস্তান। এদিন সেই কথাই বেরিয়ে এল সাঈদের মুখ থেকে। জঙ্গি মদতের অভিযোগ বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দী করে রাখে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই কাশ্মীরকে স্বাধীন করার এই ঘোষণা দিলেন তিনি। শনিবার নওয়াজ শরীফ ও তার দল পাকিস্তান মুসলিম লিগের উদ্দেশ্যে সাঈদের বার্তা, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ। খবরে জি নিউজের
×