ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক মাসেও ঢামেকের কর্মচারী আবু সাঈদ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছে না

প্রকাশিত: ০২:০৪, ১৬ ডিসেম্বর ২০১৭

এক মাসেও ঢামেকের কর্মচারী আবু সাঈদ নতুন কর্মস্থলে যোগ দিচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিচেন সুপারভাইজার মোঃ আবু সাঈদ মিয়াকে বদলি করা হলে রহস্যজনকভাবে কর্মস্থলে বহাল তবিয়তে আছেন। স্বাস্থ্য অধিদফতর থেকে পর পর দু’দফা বদলির আদেশ দিলে তিনি এক মাস ধরে নতুন কর্মস্থল শেরে বাংলা নগরের ন্যাশনাল ইনিস্টটিউট অব কিডনী ডিজেজে এ্যান্ড ইউরোলজীতে যোগ দিচ্ছেন না। এ নিয়ে ঢামেক হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, ইতোমধ্যে তার বদলি ঠেকাতে ঢামেক হাসপাতালের কতিপয় কর্মচারী ও বহিরাগত লোকজন দিয়ে দেশের বৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার পরিবেশ নষ্ট করছে। তার খুটিঁর জোর কোথায় এমনও অভিযোগ করেন সংশ্লিষ্ট অধিদফতর। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির জনকণ্ঠকে জানান, কিচেন সুপারভাইজার মোঃ আবু সাঈদ মিয়াকে বদলি আর্দেশ নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। এটি অধিদফতরের আর্দেশ। সেটি এটি ঢামেক হাসপাতালে প্রশাসনের সিদ্ধান্ত। কে কি করল। তার আমাদের দেখার বিষয় নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অফিস সহায়ক (এমএলএসএস) হিসাবে কর্মরত ছিলেন মোঃ আবু সাঈদ মিয়া। গত ১৬ নবেম্বর থেকে ২৩ নবেম্বরের ৭ম কর্মদিবসের মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে হবে। অন্যথায় ৮ম কর্ম দিবসে সরাসরি অব্যাহিত বলিয়া গণ্য হবেন বলে স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালকের অনুমোদনের পরিপ্রেক্ষিতে পরিচালক (প্রশাসন) কর্তৃক স্বাক্ষরিত আদেশে আবু সাঈদ মিয়াকে কিচেন সুপারভাইজার পদে পদোন্নতি দিয়ে শেরে বাংলা নগর ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনী ডিজেজেজ এ্যান্ড ইউরোলজীতে বদলি করেন (স্বারক নম্বর হচ্ছে, স্বাঃঅধিঃ/প্রশা-৩/৪র্থ শ্রেণী/বিবিধ-৩১/২০০৮)। মোঃ আবু সাঈদ মিয়া কর্মস্থলে যোগ না দেয়ার কারণে গত ২৯ নবেম্বর পূনরায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) কর্তৃক ব্যবস্থ্য গ্রহণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। যার স্বারক-স্বাঃ অধিঃ/প্রশা-৩/৪র্থ শ্রেণী/বিবিধ-৩১/২০০৮। ৬৪৩৬/১(৩)। এরপরও তার বদলি ঠেকানোর জন্য বেশ কয়েকবার ঢামেক হাসপাতালে ভেতরে ও বাইরে মিছিল করা হচ্ছে। এ নিয়ে ঢামেক হাসপাতলের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
×