ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাকে মৌখিক ভাবে সতর্ক করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত: ০১:৪০, ১৬ ডিসেম্বর ২০১৭

রাঙ্গাকে মৌখিক ভাবে সতর্ক করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে মৌখিক ভাবে সতর্ক করেছেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। শুক্রবার রাতে ফোন করে প্রতিমন্ত্রীকে সতর্ক করেন তিনি। রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনী আচরণবিধি লংঘন না করার জন্য প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে । শুক্রবার বিকেলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর জাহাজ কোম্পানি মোড় অবরোধ করে প্রতিমন্ত্রী রাঙ্গাকে রংপুর ত্যাগের আল্টিমেটাম দেন। তবে প্রতিমন্ত্রীর ঘনিষ্ট জাপা নেতা আব্দুর রাজ্জাক জানান, মন্ত্রী সরকারী বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর থেকে ২২ডিসেম্বর শনিবার দুপুর পর্যন্ত রংপুর ও কুড়িগ্রাম জেলা সফর করবেন। প্রতিমন্ত্রী রংপুরে অবস্থান করায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রতিমন্ত্রীর সফরসূচীতে ২১ তারিখ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, প্রতিমন্ত্রী রংপুর সদরে থেকে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করবেন বলে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন। সেটা কেন রিটার্নিং কর্মকর্তা আমলে নিচ্ছেন না আমরা তা বুঝতে পারছি না। তিনি বলেন, একজন প্রতিমন্ত্রী হয়ে নির্বাচনের কোন বিধিতে তিনি এলাকায় থেকে যাবেন সেটা নির্বাচনের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা দেখেও দেখছেন না। এতে করে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করবে।
×