ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০১:৩৫, ১৬ ডিসেম্বর ২০১৭

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়ায় বিজয় দিবসের সরকারি কর্মসূচিতে আওয়ামী লীগের দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পন্ড হয়ে যায়। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের মোল্লার মাঠে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মোল্লার মাঠে বিজয় দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। সকাল সাড়ে আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ পুষ্পস্তবক অর্পণ করে। এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির ও পৌর মেয়র আশরাফুল আলমের নেতৃত্বে একটি মিছিল এসে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ভয়ে দিগি¦দিক ছুটাছুটি করে। পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পন্ড হয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে শিকদার আব্দুল হান্নান পক্ষ। পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে শিকদার আব্দুল হান্নান তাঁর বক্তব্যে বলেন, আমরা যখন শান্তিপূর্ণভাবে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নিচ্ছিলাম তখন সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। পুষ্পস্তবক পদদলিত করা হয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন, আমি কয়েক হাজার নেতাকর্মী সহকারে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আমাদের বাধা দেয়া হয়। কয়েকজন মহিলাকেও ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। তাই দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। তবে সরকারি সকল কর্মসূচি যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানার ওসি মো শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে টহল দেয়া হচ্ছে।
×