ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনো পায়নি ॥ রওশন

প্রকাশিত: ০১:০৭, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনো পায়নি ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জাতীর বীর সন্তানেরা দেশ বিজয় করেছেন ঠিকই কিন্তু, প্রকৃত বিজয়ের স্বাদ মানুষ এখনো পায়নি। কারণ, দেশের মানুষ নিরাপত্তাহীনতা ও অস্থিরতায় ভুগছে। দেশে শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হলেই মহান মুক্তিযোদ্ধা বীর শহীদদের বিজয়ের স্বপ্ন স্বার্থক হবে। শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বীরমুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। রওশন বলেন, আমরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছি। আশাকরি আগামী নির্বাচনে দেশবাসী জাতীয় পার্টিকে সমর্থন দেবে। নির্বাচিত করবে। বাস্তবতা হলো যেখানেই যাচ্ছি মানুষ বলছে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চান। আমরাও সাংগঠনিক অবস্থা জোড়দার করছি। যেন আগামীতে ক্ষমতায় আসতে পারি। মানুষের স্বপ্ন পূরন করতে পারি। কারণ অতীতেও দেশবাসীর স্বপ্ন পূরণ হয়েছিল জাপার আমলেও। তখন দেশে শান্তি ছিল। কোন অস্থিরতা ছিল না। সানুষে মানুষে ভালোবাসা ছিল। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দুই লক্ষ মা-বোনের ইজ্জত ও ত্রিশ লক্ষ শহীদের ও রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে। দেশের শান্তি সমৃদ্ধি ধরে রাখতে হলে দল, মত, নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তাহলেই এ বিজয়ের স্বার্থকতা লাভ করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হলে মহান বিজয়ের উদ্দেশ্য সফল হবে এবং শহীদদের আত্মা শান্তি পাবে বলে আমি মনে করি। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদ বীরশ্রেষ্ঠ সন্তানদের এবং প্রয়াত মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সাইদুল হকের বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন। এসময় বিরোধীদলীয় আরো উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চীফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী এম.পি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, এস এম ফয়সল চিশতী, রওশন আরা মান্নান, মোঃ শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বিরোধীদলীয় হুইপ ও যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর, মামুনুর রশিদ প্রমুখ।
×