ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৭

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে। এসময় তিনি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেয়ার আহ্বান জানান। শনিবার সকালে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে পৃথক সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। দেশের এ অগ্রযাত্রা অব্যহত রাখতে আগামীতেও নৌকার পক্ষেই থাকতে হবে। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রেখেছে। বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। তাই দেশের সঠিক ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে সঠিকভাবে জানাতে হবে। তিনি বলেন, আমরা জঙ্গীবাদ রোধ করে বাংলাদেশকে সারাবিশ্বের কাছে মডেল দেশ হিসাবে পরিনত করেছি। আর এসব কিছু’ই সম্ভব হয়েছে বিশ্ব শান্তির দূত জননেত্রী শেখ হাসিনার জন্যে। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের অভ্যুদয় হতো না। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তখন কতিপয় দুস্কৃতিকারীরা স্থানীয় এবং আর্ন্তজাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের পেছন থেকে আঁকড়ে ধরে উন্নয়নের ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তবে এতে কোন লাভ হবেনা। সারা বিশ্বের ১০নারীর মধ্যে আমাদের নেত্রী শেখ হাসিনাও একজন। তাঁকে আজ সারা বিশ্বের মানুষ চেনেন। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শিত হয়ে এই দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত কারার প্রত্যয় ব্যক্ত করেন বলেন, আমরা আসা করছি খুব শিঘ্রই দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে পরিনত করবো। আমরা ক্ষমতায় আসার পর দেশের কোন এলাকায় এই মুহুর্তে কাচা (ঘর) প্রাথমিক বিদ্যালয় নেই। শিক্ষার মান উন্নয়নে বছরের শুরুতে আমরা বিনামুল্যে বই দিয়ে থাকি। আমরা তরুনদের কাজে লাগাতে চাই। এ জন্য সরকার নানা মুখি পরিকল্পনা হাতে নিয়েছে। এর আগে প্রতিমন্ত্রী সকাল ৯ টার দিকে জেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন। নির্বাচনি এলাকা বাঘা উপজেলার বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×