ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে রুশ বিপ্লবের শতবর্ষ বার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:২২, ১৬ ডিসেম্বর ২০১৭

কিশোরগঞ্জে রুশ বিপ্লবের শতবর্ষ বার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ মহান রুশ বিপ্লবের শিক্ষা ও প্রাসঙ্গিকতা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বিজয় দিবসের ভাবনা নিয়ে কিশোরগঞ্জে সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ বার্ষিকীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ইসলামীয়া সুপার মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন তেল-গ্যাস-খনিজ-সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মোজাম্মেক হক খান রতনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন প্রমুখ। সমাবেশে আনু মোহাম্মদ বিদেশী টাকায় সরকারের উন্নয়ন কর্মকা- করে জনগণের ক্ষতিসাধন করছে উল্লেখ করে বলেন, দেশের প্রগতিশীল বাম রাজনৈতিক নেতাদের বিভিন্ন সুপারিশ উপেক্ষা করে সরকার একতরফাভাবে একের পর এক সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে। বিদেশী টাকায় বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অথচ তাদের সুপারিশ মতে কম টাকায় পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করা সম্ভবপর হবে। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। এ জন্য দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। বিদ্যুৎতের দাম না কমানো হলে আগামীতে কঠোর আন্দোলন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
×