ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযু্দ্ধের সত্য ঘটনা অবলম্বনে ভিডিও চিত্র নির্মাণ

প্রকাশিত: ২৩:২২, ১৬ ডিসেম্বর ২০১৭

মুক্তিযু্দ্ধের সত্য ঘটনা অবলম্বনে ভিডিও চিত্র নির্মাণ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো বীর মুক্তি্যোদ্ধাদের স্মরণে ''একজন ফারুকের গল্প'' নামে একটি ভিডিও চিত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।এটি নির্মাণ করা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে।যেখানে দেখানো হয়েছে ওমর ফারুক নামে একজন বীর মুক্তি্যোদ্ধাকে হত্যার নির্মম কাহিনী এবং পরবর্তী সময়ে তার পরিবারের করুন দিনযাপনের গল্প। পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ওমর ফারুক যিনি প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন পিরোজপুর জেলায়।তাকে রাজাকাররা নিসংশ ভাবে হত্যা করে।কিন্তু ওমর ফারুকের মা মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরেও তার হারানো ছেলের ঘরে ফেরার প্রত্যাশায় প্রতিটা দিন পার করে। এই গল্পে ফারুক এর চরিত্রে অভিনয় কোরেছেন জহরুল ইসলাম ডালিম এছাড়া আরো ছিলেন দিলারা জামান,দিপা খন্দকার, সহ অনেকে।বহুজাতিক কোম্পানি ন্যাশনাল পলিমার এর উদ্ধোগে এটি নির্মিত ও পরিবেশিত হয়েছে।
×