ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সুগারমিলের ৬০তম আখ মাড়াই কার্যক্রম শুরু

প্রকাশিত: ২৩:২১, ১৬ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁও সুগারমিলের ৬০তম আখ মাড়াই কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার একমাত্র ভাড়ী শিল্প ঠাকুরগাঁও সুগার মিলস লিঃ। দীর্ঘ দিনেও লাভের মুখ না দেখলেও আবারো লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, আমরা আগের চেয়ে অনেকাংশেই লোকসান কাটিয়ে উঠেছি। মিলটি আধুনিকায়ন করা হলেই আর লোকসান গুনতে হবে না। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে ৬০ তম আখ মাড়াই কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। মিল চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মিলের মিলের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস শাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাংসদ ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান বিপণন কর্মকর্তা প্রকৌশলী এস এম আব্দুর রশিদ, উপজলো আ:লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি আব্দুল কুদ্দুস প্রমূখ। বক্তাগন ঠাকুরগাঁও সুগার মিলের সার্বিক উন্নয়নে একনেকের এক বৈঠকে প্রায় ৫শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একনেকের সদন্যদের কৃতজ্ঞতা জানান এবং মিলের উন্নয়ন কাজ সম্পন্ন হলে মিলটি লোকসান কাটিয়ে দেশের চিনির ঘাটতি পূরণে বিশেষ ভ’মিকা রাখবে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, চলতি মৌসুমে ১ লাখ ৩ হাজার ২২৪ মেঃ টন আখ মাড়াই করে ৭ হাজার ৪৮৩ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ২৫ এবং চলতি মৌসুমে মিল চলবে ৮০ থেকে ৮৫ দিন। গত মৌসুমে ৭০ দিন মিল চালু রেখে ৭৩ হাজার আখ মাড়াই করে চিনি উৎপাদন হয়েছিল ৪ হাজার ৪শ’ ৫০ মে.টন।
×