ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্টানে মুক্তিযোদ্ধার ইন্তেকাল

প্রকাশিত: ২৩:২১, ১৬ ডিসেম্বর ২০১৭

দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্টানে মুক্তিযোদ্ধার ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় মুক্তিযোদ্ধো কার্য্যালয় থেকে একটি র্যালি নিয়ে দাউদকান্দি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বজিয় দবিসের কুচ কাওয়াজ অনুষ্ঠান পালন করতে এসে হৃদযন্ত্ররে ক্রয়িা বন্ধ হয়ে মৃত মরহুম আলী ময়িা সরকারের ছলেে মুক্তযিোদ্ধা ছদ্দিকিুর রহমান(৭২) মৃত্যু বরন করনে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। তিনি উপজলোর চারআনি হাসনাবাদ গ্রামরে বাসন্দিা ও দাউদকান্দি উত্তর ইউনয়িনরে সাবকে মম্বোর। আজ শনিবার বিকেলে আসরের নামাজের পর জানাজা শেষে যথাযোগ্য রাষ্ট্রীয় র্মযাদায় তার পারবিারকি কবরস্থানে দাফন করা হবে। এ ঘটনায় শোক প্রকাশ করনে দাউদকান্দি উপজলো চয়োরম্যান মজের মোহাম্মদ আলী সুমন(অবঃ),উপজলো নর্বিাহী অফসিার মোঃ আল আমনি,মুক্তযিোদ্ধা কমান্ডার খোরশদে আলম সহ সকল মুক্তযিোদ্ধা প্রমূখ।
×