ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চতুর্থ শ্রেণির প্রশ্নপত্রে নবীদের সঙ্গে মানুষের তুলনা ॥ সর্বত্র সমালোচনা

প্রকাশিত: ২২:১৮, ১৬ ডিসেম্বর ২০১৭

চতুর্থ শ্রেণির প্রশ্নপত্রে নবীদের সঙ্গে মানুষের তুলনা ॥  সর্বত্র সমালোচনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ চতুর্থ শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার ১৮ নম্বর প্রশ্নে নবীর সঙ্গে এক শিক্ষকের তুলনা করার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পরে এখন গোটা কলাপাড়ায় তোলপাড় চলছে। বিরাজ করছে চাপা ক্ষোভ। উপজেলা শিক্ষা অফিস কলাপাড়া কর্তৃক ছাপানো প্রশ্নপত্রের এ বিষয়ের পরীক্ষাটি বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। প্রথমে কোমলমতি শিশুরা পরীক্ষা দিলেও বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু শিক্ষক এবং অভিভাবকরা বিষয়টি পর্যায়ক্রমে জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফটোকপি করে একে অপরকে সরবরাহ করতে থাকে। প্রশ্নটিতে লেখা রয়েছে ‘ নুরবাহাদুর স্যার সুন্দর বক্তৃতা করতে পারেন। কোন নবীর সাথে তার এ গুণটি সাদৃশ্য পূণ্য’ (এখানে সাদৃশ্যপুর্ণ লেখা হয়নি)। এই প্রশ্নে উত্তরের অপশনে রয়েছে (ক) হযরত লূত (আ)। (খ) হযরত দাউদ (আ)। (গ) হযরত শুইয়াব (আ)। (ঘ) হযরত হুদ (আ)। এ বিষয়টি এখন কলাপাড়ার সর্বত্র আলোচিত হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হয়েছে কলাপাড়ায় উপাধ্যক্ষ নুর-বাহাদুর স্যার নামের একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক রয়েছেন। যিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি। যে কারনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিষয়টিকে অন্যদৃষ্টিতে দেখছেন। তিনি বিষয়টি নিয়ে নিজেকে বিব্রতবোধ করছেন বলে জনকন্ঠকে বলেছেন। তিনিও এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিলাল সিকদার দায় এড়িয়ে জানান, প্রশ্নপত্রসহ পরীক্ষা পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার। তবে তিনি এ নিয়ে সমস্যায় পড়েছেন বলেও দাবি করেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন জানান, শিক্ষকরা প্রশ্ন করার ব্যাপারে সহায়তা করেন। কিন্তু এটি চুড়ান্ত করার দায়িত্ব শিক্ষা অফিসের। সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল বাশারকে কয়েক দফা ফোন করলেও পাওয়া যায়নি। এছাড়া প্রশ্নপত্রটিতে অসংখ্য বানান ভুল রয়েছে। কলাপাড়ার নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান জানান, তিনি বিষয়টি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। ক্ষুব্ধ মানুষ এ ন্যাক্কারজনক ঘটনার জন্য জড়িতদের বিচার দাবি করেছেন।
×