ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২২:১৩, ১৬ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে  বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের  সংবর্ধনা প্রদান

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। আজ শনিবার বাদ যোহর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেজ ভবনের সস্মেলন কক্ষে ওই সম্বর্ধনা ও অসহায় দুইশত মুক্তিযোদ্ধা পরিবারকে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীন আওয়ামী লীগ নেতা জোনাব আলী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের সচিব সামছুল আযম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহিনুর আলম, সিভিল সার্জন রনজিত কুমার বর্ম্মন, সদর উপজেলা ইউএনও মামুন ভুঁইয়া, ভ্ইাস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডিপুটি কমান্ডার কান্তি রঞ্জন কুন্ডু ও শওকত আলী টুলটুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদুল ইসলাম, জেলা সিপিবির সাধারন সম্পাদক শ্রীদাম দাস প্রমুখ। এ ছাড়া জেলার ডোমার,ডিমলা, জলঢাকা,কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে উপজেলা প্রশাসনের পক্ষেও স্ব-স্ব উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও অনুদান প্রদান করা হয়।
×