ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

প্রকাশিত: ২১:২০, ১৬ ডিসেম্বর ২০১৭

আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক ॥ দলের এক নম্বর হিসেবে গত সপ্তাহেই তাঁর নাম ঘোষণা করেছিল দল। এ বার আনুষ্ঠানিক ভাবে দলের সভাপতির দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। আজ শনিবার নয়াদিল্লির ২৪ আকবর রোডে দলীয় কার্যালয়ে রাহুলের হাতে এই দায়িত্ব সঁপলেন সনিয়া। ২০১৩ সালে দলের দু’নম্বর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। এ বার পদোন্নতি হল ৪৭ বছরের রাহুলের। রাহুল, সনিয়া, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ শীর্ষ কংগ্রেস নেতারা। গুজরাত ভোটের আগে রাহুলের রাজনৈতিক ওজন আরও বাড়াতে চেয়েছিল কংগ্রেস। দলের সভাপতি পদে রাহুলের অভিষেকের পথ চওড়া করতে গত মাসেই ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক ডেকেছিলেন সনিয়া গাঁধী। সভাপতি পদের নির্বাচনের জন্য গত ১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর। রাহুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। কিন্তু, আর কেউ প্রার্থী না হওয়ায় গত সোমবার সভাপতি হিসেবে রাহুলের নাম ঘোষণা করে এআইসিসি। তার পর এ দিন ৪৯ তম সভাপতি হিসেবে দায়িত্বভার নিলেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×