ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে বিজয় বিজয় উৎসব পালনের খবর

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ ডিসেম্বর ২০১৭

দেশের বিভিন্ন স্থানে বিজয় বিজয় উৎসব পালনের খবর

ঝিনাইদহ: নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে র্যালী বের করা হয়। সকাল ৭ টায় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে জেলা প্রশাসক মো: জাকির হোসেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, প্রেসক্লাব, সিভিল সার্জনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও দিনব্যাপী র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে দিবসটি। মুন্সীগঞ্জ: স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মহান বিজয় দিবসে চারিদিকে ছড়িয়ে পরে বিজয় উৎসব। শুক্রবার রাত ১২ টা ১ মিনিটের কেন্দ্রীয় শহীদ মিনারের মোমবাতি প্রজ্জলন, শনিবার প্রত্যুষে শহীদদের নাম খচিত স্মৃতি স্তম্ভÍ শ্রদ্ধাঞ্জলিসহ গভীর রাত অবধি নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে জেলা শহর মুন্সীগঞ্জ। শুধু শহর কেন জেলা প্রতিটি এলাকায় ছিল বিজয়ের উৎসবের নানা আয়োজন। জেলার নানা আয়োজনে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন। ৩১ বার তোপধ্বনির পরপরই শহরের পুরনো কাছারী শহীদদের নাম খচিত স্মৃতি স্তম্ভÍ ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, মুক্তিযোদ্ধা সংসেদর সাবেক জেলা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র ফয়সাল বিপ্লব ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠন ও নানা প্রতিষ্ঠান। এর পরই মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, নানা লোকজ ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। দুপুরে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লক্ষ্মীপুর: নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে আজ শনিবার মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ভোর ছয়টা ৩৪ মিনিটের সময় ৩১ বার তপোধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এরপর পর্যায়ক্রমের কেন্দ্রিয় বিজয় চত্বরে পুষ্পস্তপক অর্পনের মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হুমায়রা বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মো.তাহের, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভারপ্রাপ্ত জেলা কমান্ডার কাজল কান্তি দাস, সদর উপজেলা কমান্ডার মাহবুবুল আলমসহ বিভিন্নস্তরের হাজারো মানুষ। এর পর গণ কবরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৮টায় জেলা ষ্টেডিয়ামে কুচকাওয়াজ, সকাল সাড়ে ১০টায় বিজয় র্যালি, সরকারী আদশ্য সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা সাড়ে ১১টা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, বিকেল ৩টায় আলোচনা সভা এবং ৭দিন ব্যাপী বিজয় মেলা। এ ছাড়াও রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন, আলোক সজ্জা, যেমন খুশি তেমন সাজো, নারী-পুরুষের অংশগ্রহনে খেলা ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল, এতিমখানা এবং কারাগারে উন্নত খাবার পরিবেশনা, বিভিন্ন উপশনালয়ে প্রার্থনা ইত্যাদি। মেহেরপুর: সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। প্রত্যুষে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় কলেজ মোড়ে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসক পরিমল সিংহ পূস্পমাল্য অর্পণ করেন। পরে পুলিশ সুপার আনিছুর রহমানসহ স্থানীয় রাজনীতি. সামাজিক. ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভাঙ্গুড়া: সংবাদদাতা, ভাঙ্গুড়া, পাবনা ॥ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার ভোরে ভাঙ্গুড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করেন। দিনের শুরুতে ৬.৩৪ মিনিটে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজজামানের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর মেয়র গোলাম হাসনাইনের নেতৃত্বে পৌরসভা ও পৗর আওয়ামী লীগ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় স্মৃতিসৌধ চত্বরের চারপাশে শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালীটি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজে গিয়ে শেষ হয়। মাগুরা: নিজস্ব সংবাদাতা , মাগুরা ॥ আজ শনিবার মাগুরায় আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । সকালে নোমানী ময়দান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমালা অর্পনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় । এখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আওয়ামায়ী ,বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী বেসরকারী প্রতিষ্টান, জেলা আইনজীবী সমিতি , শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ , গালস গাইড ,রোভার স্কাউট সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক অতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান সালাম গ্রহন করেন । দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান , আলোচনা সভা , ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান , চলচিত্র প্রদর্শনী , জেলখানার কয়েদি ও হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন প্রভৃতি । অনুষ্টানগুলি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
×