ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে যা বললেন কবির খান

প্রকাশিত: ১৯:০৭, ১৬ ডিসেম্বর ২০১৭

‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে যা বললেন কবির খান

অনলাইন ডেস্ক ॥ প্রথম পর্বে তিনিই ছিলেন পর্দার পেছনের কাণ্ডারি। তাঁর পরিচালনায় ২০১২ সালে ব্লকবাস্টার হিট করে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত চলচ্চিত্র ‘এক থা টাইগার’। কিন্তু এবার পরিচালক কবির খানকে বাদ দিয়েই তৈরি করা হচ্ছে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। কবির খানের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর। তবে তাঁর তৈরি করা ছবির সিক্যুয়েল নিয়ে মন্তব্য করতে ভোলেননি ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই পরিচালক। ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, সালমান-ক্যাটরিনা জুটির টাইগার জিন্দা হ্যায় নিয়ে বেশ প্রশংসা করেছেন কবির খান। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘এটি (টাইগার জিন্দা হ্যায়) দারুণ। দেখতে অসাধারণ। এটা ভালো একটা ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে উত্তেজনার পারদ চরমে। এটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে সালমান-ক্যাটরিনা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। তাঁদের রসায়ন পাঁচ বছর আগে যেমন ছিল, এখনো তেমনি আছে এবং আলি (আলি আব্বাস জাফর) তাঁকে আরো উঁচুতে নিয়ে গেছেন। যা দেখতে চমৎকার লাগছে।’ কোনটা সেরা—‘এক থা টাইগার’, নাকি ‘টাইগার জিন্দা হ্যায়’? এমন প্রশ্নের জবাবে কবির খান বলেন, ‘প্রত্যেক পরিচালকেরই নিজস্ব একটি লক্ষ্য রয়েছে। দুটি চলচ্চিত্রের মধ্যে কখনই তুলনা করা ঠিক নয়। দুইটা আলাদা চলচ্চিত্র। দুটি চলচ্চিত্রেরই নিজস্ব গতি রয়েছে।’ কিন্তু কেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিতেও পরিচালক হিসেবে দেখা গেল না কবিরকে? এমন প্রশ্নের জবাবে কবির বলেন, “আমি টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করব কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়ার আগেই ছবিটির কাজ শুরু হয়ে গেছে। আমি সিক্যুয়েল করি না। তবে অন্য কারো সিক্যুয়েল পেলে করতে পারি। আমি যতগুলো চরিত্র তৈরি করেছি, তাঁদের মধ্যে টাইগার এমন একটা চরিত্র, যাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আমি খুব খুশি যে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি কখনো সিক্যুয়েল করব কি না। তবে না করার সম্ভাবনাই বেশি। আমাকে ‘নিউইয়র্ক’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল করতে বলা হচ্ছিল। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো উত্তেজনা বোধ করছি না। নির্দিষ্ট করে বলতে গেলে, আমি চরিত্রের সঙ্গে সঙ্গে তাঁদের শেষটাও চিন্তা করে রাখি। তাই তাঁদের সামনের দিকে এগিয়ে নিতে ইচ্ছে করে না।”
×