ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপা প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে রাঙ্গা’র রংপুর ত্যাগের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০২:৪৭, ১৫ ডিসেম্বর ২০১৭

জাপা প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে রাঙ্গা’র রংপুর ত্যাগের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ জাতীয় পাটির মেয়র প্রাথী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে প্রচারণ চালোনোর অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মহানগর আওয়ামীলীগ। তারা প্রতিমন্ত্রী রাঙ্গা’র রংপুর ত্যাগের দাবিতে শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত নগরীর জাহাজ কোম্পানী মোড়ে সড়ক অবরোধ করে। প্রতিমন্ত্রী রংপুর ত্যাগ না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। অবরোধ চলাকালে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রচারণা চালাতে পারবে না। তার পরেও স্থানীয় সরকার পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা গত কয়েক দিন ধরে লাঙ্গলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে আচারনবিধি লঙ্ঘন করা হচ্ছে। এই মন্ত্রী ২ ঘন্টার মধ্যে রংপুর ত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। পরে, পুলিশ সুপার মিজানুর রহমান অবরোধকারীদের নিশ্চিত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ খবর শোনার পর তারা অবরোধ তুলে নেয়। অবরোধ শেষে বিক্ষোভ মিছিল করে তারা । মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে বেতপট্রি দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানেও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
×