ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে প্রগতি পরিষদের প্যানেল ঘোষণা

প্রকাশিত: ০১:৩০, ১৫ ডিসেম্বর ২০১৭

ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে প্রগতি পরিষদের প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে ১৫ সদস্যবিশিষ্ট চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে বামসমর্থিত ‘প্রগতি পরিষদ’। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের অতীত উজ্জ্বল ভাবমূর্তি পুর্ণ:প্রতিষ্ঠার অঙ্গীকার করে এই প্যানেল ঘোষণা করা হয়। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিরি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে ঢাবি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক ও দলীয় পক্ষপাতিত্বমূলক; ছাত্রসহ সিনেটের সকল প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টিসহ ৮ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ। এসময় উপস্থিত ছিলেন, প্রগতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা এ এফ এম বদিউর রহমান, অধ্যাপক ও মাসিক শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা প্রমুখ। লিখিত বক্তব্যে অধ্যাপক এমএম আকাশ জানান, ঢাবিতে প্রচলিত দুটি দল সাদা ও নীল উভয়ই মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার হলেও উভয় দলের প্রশাসনের আমলে ঢাবির ভাবমূর্তির অবক্ষয় অব্যাহত ছিলো। আট দফা অঙ্গীকারগুলোর অন্যান্য দফাগুলো সিনেট নির্বাচনকে অসম্পূর্ন রেখে উপাচার্য মনোনীত নিয়োগের অগণতান্ত্রিক প্রথা প্রত্যাহার করা, অপ্রয়োজনীয় বিভাগ খোলা বন্ধ করা, গবেষণা ও অ্যাকাডেমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, সান্ধ্য ও বাইরের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাঠদান বিষয়ে সুচিন্তিত নীতিমালা প্রণয়ন করা, হলগুলো আসন বরাদ্দে শিক্ষকদের ভূমিকা মূখ্য করা ও শিক্ষক রাজনীতির অপব্যবহার রোধ করা। পরিষদের প্রার্থীরা হলেন- নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ও মাসিক শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদা, সাবেক ছাত্র নেতা আবদুর রহিম খান, মুক্তিযোদ্ধা আবু কাওসার মো.মাহবুবাল আলম, মুক্তিযোদ্ধা এ এফ এম বদিউর রহমান, শরিয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এম এ আজিজ মিয়া, ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক কেএএম সাদউদ্দিন, সাবেক ব্যাংকার গোপাল চন্দ্র গুহু রায়, পিএইচডি গবেষক নিতাই কান্তি দাস, ঢাবি সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম, ব্যাংকার বিমল মজুমদার, ঢাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশ সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো.আমিনুর রহমান, অধ্যাপক মো. আমিনুল ইসলাম এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সাবেক কর্মকর্তা শান্তুনু দে।
×