ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষককে পেটানো ॥ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অপসারন

প্রকাশিত: ০১:২১, ১৫ ডিসেম্বর ২০১৭

প্রধান শিক্ষককে পেটানো ॥ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অপসারন

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা ॥ বরগুনার আমতলী খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপনকে পেটানো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বহিস্কৃত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহান লিটনকে বরিশাল শিক্ষা বোর্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও সভাপতি পদ থেকে অপসারন করেছে। বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বশার তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ অপসারন আদেশ দেয়া হয়। জানাগেছে, আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী নিয়োগের জন্য প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপন বিধি মোতাবেক ৩০ নবেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহান লিটনের মনোপুত হয়নি। এতে ক্ষিপ্ত হয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি। সভাপতি পত্রিকার বিজ্ঞপ্তি গোপন রেখে তার পছন্দের প্রার্থী নিয়োগ দেয়ার জন্য প্রধান শিক্ষককে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় সভাপতি আবদুস সোবাহান লিটন, ভাই সোহাগ, সান্টু, তার স্ত্রীর বড় ভাই শিমন শরীফ ও সহযোগী সোহরাব হোসেন প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তারা তার (প্রধান শিক্ষক) কাছ থেকে জোড়পূর্বক বিদ্যালয়ের চাবি ছিনিয়ে নিয়ে বিদ্যালয়ের ডেক্স টেবিলের ড্রয়ার খুলে বিদ্যালয়ের রক্ষিত থাকা নগদ ৮৬ হাজার টাকা ও তার ভাই সান্টু প্রধান শিক্ষকের পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। শনিবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মহিউদ্দিন স্বপন বাদী হয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সোবাহান লিটনসহ ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে দৈনিক জনকন্ঠ পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গত ৪ ডিসেম্বর বরিশাল শিক্ষা বোর্ডে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পরে শিক্ষা বোর্ড গত ৫ ডিসেম্বর আবদুস সোবাহান লিটনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় কেন তাকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি থেকে অপসারন করা হবে না পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে কারন দর্শানোর জন্য বলা হয়। আবদুস সোবাহান লিটন গত ৭ ডিসেম্বর পত্রের জবাব দেয়। গত বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বশার তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে আবদুস সোবাহান লিটন কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতকরন এবং প্রবিধানমালা ২০০৯ এর ১১ (গ) ধারার কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির দাতা সদস্যসহ সভাপতির পদ থেকে অপসারন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অপসারকৃত সভাপতি ও বহিস্কৃত যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস সোবাহন লিটনের মুঠোফোনে (০১৭১২৯২৪৩০৮) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বশার তালুকদার জানান আবদুস সোবাহান লিটন কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতকরন এবং প্রবিধানমালা ২০০৯ এর ১১ (খ) ধারার কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির দাতা সদস্যসহ সভাপতির পদ থেকে অপসারন করা হয়েছে।
×