ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৭১ এর বদ্ধভূমিগুলি ধ্বংস হতে চলেছে

প্রকাশিত: ০০:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৭

মাগুরায়  ৭১ এর বদ্ধভূমিগুলি ধ্বংস  হতে চলেছে

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরায় সংরক্ষনের অভাবে জেলার বদ্ধভুমিগুলি ধ্বংস হতে চলেছে । অথচ এগুলো রক্ষ্যায় কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই । জানা গেছে , ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকারা, আলবদর, আরসামসরা মাগুরা শহরে পিটিআই, ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে শতশত মানুষকে হত্যাকরে মাটিতে পুতে রাখত ও নদীতে ভাসিয়ে দিত। এই বদ্ধভূমিগুলি সংরক্ষনের অভাবে ধ্বংস হতে চলেছে । শহরের পিটিআইতে ছিল পাকবাহিনীর ক্যাম্প । এখানে জেলার বিভিন্নস্থান থেকে সাধারন মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে গনকবর দেয়া হতো । গণকবরগুলি সংরক্ষন করা হয়নি। এখানে নির্মিত হয়েছে নতুন নতুন ভবন। নতুন ভবন নির্মান হওয়ায় গণকবরগুলি ধ্বংস হয়ে গেছে। এখানে পিটিআইয়ের প্রবেশ পথে শুধুমাত্র একটি ফলক রয়েছে । ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে ১৩শত মানুষকে হত্যা করে ভাসিয়ে দেয়া হয়েছিল । নতুন প্রজম্মের অনেকেই জানেননা এটা বদ্ধ ভুমি। নেই কোন ফলক। বোঝার কোন উপায় নেই এটা ৭১ এর বদ্ধভূমি ছিল। মাগুরাবাসী ও জেলার মুক্তিযোদ্ধাদের দাবি গণকবরগুলি সংরক্ষনের যথাযথ ব্যবস্থা গ্রহন করা হোক। মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার -১ এস এম আব্দুর রহমান জানান, ঢাকারোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে ১৩শত মানুষকে হত্যা করে ভাসিয়ে দেয়া হয়। জেলার বদ্ধভুমি ও ঞনকবরগুীল সঙরক্ষন করা হয়নি। এইগুলি সংরক্ষন করা হোক ।
×