ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্রান্সে ট্রেন-স্কুলবাস সংঘর্ষ ॥ ৪ শিশু নিহত

প্রকাশিত: ২৩:১১, ১৫ ডিসেম্বর ২০১৭

ফ্রান্সে ট্রেন-স্কুলবাস সংঘর্ষ ॥ ৪ শিশু নিহত

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পারপিগন শহরে ট্রেন এবং স্কুলবাসের সংঘর্ষে কমপক্ষে ৪ জন শিশু নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর- বিবিসির। স্কুলবাসের শিক্ষার্থীদের বয়স ছিল ১৩ থেকে ১৭ বছর পর্যন্ত। প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যাচ্ছে ট্রেনের আঘাতে বাসটি প্রায় দুই টুকরো হয়ে গেছে। এতে আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আঞ্চলিক ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যহত হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধারকার্য শুরু হয়। প্রায় ৭০ জন জরুরী সেবা কর্মী ও চারটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে। স্থানীয় পত্রিকা ল'ইন্ডিপেন্ডেন্টে বলা হয়, পারপিগন এবং ভিলাফ্রান্সে-দে-কনফ্লেন্টের মাঝামাঝি রেললাইনে এ ঘটনা ঘটে। ট্রেনে থাকা বারবারা নামক একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ধ্বংসাত্মক একটা সংঘর্ষ, মনে হচ্ছিল ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাচ্ছে। ফ্রান্সের যোগাযোগমন্ত্রী এলিজাবেথ বর্নে এটিকে "ভয়ানক দুর্ঘটনা" বলে অভিহিত করেন। তিনি টুইটার বার্তায় বলেন, প্যারিসের ৫৩০ মাইল দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপেও সেখানে উপস্থিত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটার বার্তায় বলেন: "স্কুল বাসের সাথে এই ভয়ানক দুর্ঘটনায় শিকার ও তাদের পরিবারবর্গের জন্য উদ্বেগ প্রকাশ করছি। রাষ্ট্র পরিপূর্ণভাবে তাদেরকে সহযোগিতা করবে।
×