ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

প্রকাশিত: ২২:২৮, ১৫ ডিসেম্বর ২০১৭

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ আজ শুক্রবার জয়পুরহাট চিনিকলের ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জয়পুরহাটের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রবীন আওয়ামী লীগ নেতা ও আখচষী আব্বাস আলী মন্ডল। ৫৫তম আখ মাড়াই মৌসুমে এবারের চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৪ হাজার ৮শত ৫০ মেঃ টন। ৬৫ হাজার টন আখ মাড়াই করে এই উৎপাদন করা হবে বলে চিনিকল সুত্র জানিয়েছে। এবারে চিনি আহরনের হার নির্ধারন করা হয়েছে শতকরা ৭.৫০ভাগ। গত ২০১৬-১৭ আখ মাড়াই মৌসুমে ৫৫ হাজার ৬২ টন আখ মাড়াই করে ৩ হাজার ৯ শত ১৮ মেঃ টন চিনি উৎপাদন করা হয়েছিল। যার মধ্যে বর্তমানে ১৫ কোটি টাকা মূল্যের ২ হাজার ৫শত মেঃ টন চিনি এখনও অবিক্রিত রয়েছে। এবারে আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ৩১২.৫০টাকা এবং বাহিরের আখ ক্রয় কেন্দ্রে ৩০৯ টাকা নির্ধারন করা হয়েছে। ই-পুর্জি ও ই-গেজেটের মাধ্যমে পুর্জি বিতরন ছাড়াও মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষীদের আখের মূল্য পরিষোদের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। আখ চাষে উৎসাহ প্রদানের জন্য ৪হাজার ৫শত ১৭জন আখচাষীর মাঝে এবার উপকরন ও নগদ অর্থ ঋন বিতরনের পরিমান হচ্ছে ৩ কোটি ৬৬ লাখ টাকা। উপকরনের মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক। ২০১৬-১৭ আখ রোপন মৌসুমে রোপা পদ্ধতিতে আখ রোপনের জন্য ৪ হাজার ৫ শত জন আখচাষীর মধ্যে ১ কোটি টাকা ভুর্তুকি প্রদান করা হয়েছিল। আখ মাড়াই মৌসুম শুরু উপলক্ষে কারখানার ভেতরের কার্যক্রমের পাশাপাশি জয়পুরহাট চিনিকলের অধীন ৩ জেলার ১০টি সাব জোনে ৭১টি আখ ক্রয় কেন্দ্রে আখ ক্রয় শুরু হয়েছে বলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা কামাল জানিয়েছেন।
×