ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে ভাঙা হলো পাকিস্তানের দুটি নামফলক

প্রকাশিত: ২১:০৪, ১৫ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলে ভাঙা হলো পাকিস্তানের দুটি নামফলক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ স্বাধীনতার ৪৬ বছর পর টাঙ্গাইলের পৃথক স্থানে পাকিস্তানের দুটি নামফলক ভাঙা হয়েছে। এদিকে দেশ স্বাধীনের ৪৬ বছর পরও টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ভিত্তি ফলক এবং ন্যাশনাল ব্যাঙ্ক অব ইস্ট পাকিস্তানের টাঙ্গাইল শাখার নাম ফলকের বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এদিকে বিষয়টি জানার পর বৃহস্পতিবার টাঙ্গাইল সোনালী ব্যাংক প্রধান শাখার কর্তৃপক্ষরা ফলকটি ভেঙে ফেলেন। একই দিন বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ভিত্তি ফলকটিও ভেঙে ফেলা হয়েছে। জানা যায়, ১৯৬৯ সালের ১ ডিসেম্বর পূর্ব পাকিস্তানের গর্ভনর ভাইস এডমিরাল এস.এম আহসান টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ভিত্তি ফলকটি উন্মোচন করেন। টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ভিত্তি ফলকটি রয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এবং মুক্তিযোদ্ধাদের নাম ফলকের ঠিক পাশে। যা বর্তমানে জরাজীন অবস্থায় রয়েছে। এদিকে ১৯৬৮ সালের ১৮ মে ন্যাশনাল ব্যাঙ্ক অব ইস্ট পাকিস্তানের টাঙ্গাইল শাখাটি উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রী ড. মির্জা নূরুল হুদা। এরপর ১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। তারপর দেশের সকল ব্যক্তিগত, স্বায়ত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ব সকল সংগঠন ও প্রতিষ্ঠানের নাম-ঠিকানা পরিবর্তন করা হয়। নবগঠিত বাংলাদেশ ব্যাংক ১৯৭২ সালে অধ্যাদেশ জারি করে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক এবং ব্যাংক অব বাহাওয়ালপুরকে অধিগ্রহণ করে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠিত করে। তখন থেকেই ন্যাশনাল ব্যাংক অব ইস্ট পাকিস্তান বিলুপ্ত হয়ে যায়। গত ২০১৬ সালের ২৫ এপ্রিল বিষয়টি প্রথম সকলের নজরে আসলে সোনালী ব্যাংকের তৎকালীন ডিজিএম নুর মোহাম্মদকে বিষয়টি অবহিত করা হয়। তিনি সে সময় একটি কাগজ দিয়ে ঢেকে দেন এবং উর্র্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত নামফলকটি উঠিয়ে ফেলার ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে গত দেড় বছরেও নাম ফলকটি অপসারণ বা স্থায়ীভাবে অপসারণ করা হয়নি। এ বিষয়ে আবুল কালাম আজাদ বীর বিক্রম বলেন, মহান স্বাধীনতার ৪৬ বছরেও ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের টাঙ্গাইল শাখার নাম ফলক এবং টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ভিত্তি ফলকটি থাকে কিভাবে? টাঙ্গাইল সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার ডিজিএম মুশাররফ হোসেন বলেন, প্রথমে বিষয়টি আমাদের নজরে আসেনি। এটিকে আমরা প্রথমে বোর্ড দিয়ে ঢেকে দিয়েছিলাম। পরে ফলকটি অপসারণ করে ফেলা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান মোঃ নুরুল আমিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনি ভেঙে ফেলা হবে। আর এ রকম যদি ভিত্তিফলক থেকে থাকে তা অপসারণ করা হবে এবং বাংলার মাটিতে পাকিস্তানের কোন ফলক আমরা রাখতে চাই না।
×